সিলেট প্রতিনিধি

সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মোহিন (৪৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও চারজন।
গতকাল বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মারা যান। তিনি ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম মোহিনের পরিবারের ঘনিষ্ঠজন অ্যাডভোকেট আবদুল মুকিত অপি। তিনি বলেন, তাঁর লাশ আজ বৃহস্পতিবার বিকেলের দিকে সিলেটে নিয়ে আসার জন্য রওয়ানা দেবে। আগামীকাল শুক্রবার বাদ জুমা জালালাবাদ জামে মসজিদে জানাজা শেষে দাফন করা হবে।
নজরুল ইসলাম মোহিন সিলেট নগরের পশ্চিম পীরমহল্লার ঐক্যাতন ২১৫ / ৩ এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।
এর আগে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও পরদিন বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) মারা যান। এর পর গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর পৃথক সময়ে সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁও গ্রামের বাদল দাস (৪২) মারা যান।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। অগ্নিদগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা।

সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মোহিন (৪৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও চারজন।
গতকাল বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মারা যান। তিনি ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল ইসলাম মোহিনের পরিবারের ঘনিষ্ঠজন অ্যাডভোকেট আবদুল মুকিত অপি। তিনি বলেন, তাঁর লাশ আজ বৃহস্পতিবার বিকেলের দিকে সিলেটে নিয়ে আসার জন্য রওয়ানা দেবে। আগামীকাল শুক্রবার বাদ জুমা জালালাবাদ জামে মসজিদে জানাজা শেষে দাফন করা হবে।
নজরুল ইসলাম মোহিন সিলেট নগরের পশ্চিম পীরমহল্লার ঐক্যাতন ২১৫ / ৩ এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।
এর আগে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও পরদিন বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) মারা যান। এর পর গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর পৃথক সময়ে সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাঁও গ্রামের বাদল দাস (৪২) মারা যান।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। অগ্নিদগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মহাসড়কের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালকের সহকারী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ট্রাকের চালক ওবায়দুর রহমান। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে