জুয়েল আহমদ জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মাস পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের সংস্কারকাজ। গত বছরের ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ নিয়ে শঙ্কায় স্থানীয় কৃষকেরা। তাঁরা বলছেন, এখনো কয়েকটি প্রকল্পে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়নি। এর মধ্যে ঝড়বৃষ্টি হলে বাঁধের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা অসম্ভব হবে।
হাওরের কৃষকেরা জানান, উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওরের ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে এখনো মাটি ভরাটের কাজ শেষ হয়নি। এসব প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে। এভাবে চললে এবারও ঢলে ফসল ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে।
তবে সংশ্লিষ্টদের দাবি, হাওরে মাটির সংকটের কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। এদিকে কাজের তুলনায় এখন পর্যন্ত বরাদ্দকৃত অর্থ কম পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন পিআইসিরা (কমিটির সদস্যরা)। অনেকে ধারদেনা ও ঋণ করে বাঁধের কাজ করছেন বলে জানিয়েছেন তাঁরা।
এবার জগন্নাথপুর উপজেলায় ২৪ কিলোমিটার এলাকায় ৩৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেছে ৬ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকা।
হাওরের ৯ নম্বর প্রকল্পের সভাপতি রুবেল মিয়া বলেন, ‘হাওরে মাটির সংকটের কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তিন-চার দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এ প্রকল্পে ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রথম কিস্তির মাত্র ৫ লাখ টাকা বিল পেয়েছি। অথচ ১৫ লাখ টাকার মতো কাজ করেছি।’
১৪ নম্বর প্রকল্পের সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আমার প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষ। এখন ড্রেজিংয়ের কাজ চলছে। কাজের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও বিল পেয়েছি মাত্র ৫ লাখ টাকা। এর মধ্যে ১৮ থেকে ১৯ লাখ টাকার কাজ করা হয়ে গেছে।’ তিনি বলেন, ‘ঝড়বৃষ্টির ভয়ে অনেক পিআইসি ধারদেনা ও ঋণ করে বাঁধের কাজ করছে। কারণ, বৃষ্টি হলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সমস্যা হবে।’
নলুয়া হাওরের কৃষক ছালিকুর রহমান বলেন, ‘হাওরের কয়েকটি বাঁধের অনেক অংশে এখনো মাটি পড়েনি। বৃষ্টি শুরু হলে বিলম্বিত হবে কাজ। এ জন্য নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে না। ফলে হাওরের ফসল নিয়ে অন্য বছরের মতো এবারও দুশ্চিন্তায় আছি আমরা।’
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, ‘এখন পর্যন্ত ৮৫ ভাগ বাঁধের কাজ শেষ হয়েছে। দু-তিনটি প্রকল্পের মাটির কাজ সামান্য বাকি রয়েছে। আশা করছি, দু-তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে।’ তিনি বলেন, ‘এবার নির্দিষ্ট সময়েই প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে যাবে আশা করছি। বাঁধের টাকা নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।
বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, ‘দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় এ সংকট হয়েছে। তবে চলতি সপ্তাহে টাকা পাওয়া যেতে পারে। তখন অর্থসংকট থাকবে না। বাঁধের সার্বিক পরিস্থিতি আমরা তদারকি করছি। এখন পর্যন্ত কাজ সন্তোষজনক।’

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মাস পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের সংস্কারকাজ। গত বছরের ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ নিয়ে শঙ্কায় স্থানীয় কৃষকেরা। তাঁরা বলছেন, এখনো কয়েকটি প্রকল্পে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়নি। এর মধ্যে ঝড়বৃষ্টি হলে বাঁধের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা অসম্ভব হবে।
হাওরের কৃষকেরা জানান, উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওরের ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে এখনো মাটি ভরাটের কাজ শেষ হয়নি। এসব প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে। এভাবে চললে এবারও ঢলে ফসল ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে।
তবে সংশ্লিষ্টদের দাবি, হাওরে মাটির সংকটের কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। এদিকে কাজের তুলনায় এখন পর্যন্ত বরাদ্দকৃত অর্থ কম পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন পিআইসিরা (কমিটির সদস্যরা)। অনেকে ধারদেনা ও ঋণ করে বাঁধের কাজ করছেন বলে জানিয়েছেন তাঁরা।
এবার জগন্নাথপুর উপজেলায় ২৪ কিলোমিটার এলাকায় ৩৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেছে ৬ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকা।
হাওরের ৯ নম্বর প্রকল্পের সভাপতি রুবেল মিয়া বলেন, ‘হাওরে মাটির সংকটের কারণে কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তিন-চার দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এ প্রকল্পে ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রথম কিস্তির মাত্র ৫ লাখ টাকা বিল পেয়েছি। অথচ ১৫ লাখ টাকার মতো কাজ করেছি।’
১৪ নম্বর প্রকল্পের সভাপতি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আমার প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষ। এখন ড্রেজিংয়ের কাজ চলছে। কাজের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও বিল পেয়েছি মাত্র ৫ লাখ টাকা। এর মধ্যে ১৮ থেকে ১৯ লাখ টাকার কাজ করা হয়ে গেছে।’ তিনি বলেন, ‘ঝড়বৃষ্টির ভয়ে অনেক পিআইসি ধারদেনা ও ঋণ করে বাঁধের কাজ করছে। কারণ, বৃষ্টি হলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সমস্যা হবে।’
নলুয়া হাওরের কৃষক ছালিকুর রহমান বলেন, ‘হাওরের কয়েকটি বাঁধের অনেক অংশে এখনো মাটি পড়েনি। বৃষ্টি শুরু হলে বিলম্বিত হবে কাজ। এ জন্য নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে না। ফলে হাওরের ফসল নিয়ে অন্য বছরের মতো এবারও দুশ্চিন্তায় আছি আমরা।’
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, ‘এখন পর্যন্ত ৮৫ ভাগ বাঁধের কাজ শেষ হয়েছে। দু-তিনটি প্রকল্পের মাটির কাজ সামান্য বাকি রয়েছে। আশা করছি, দু-তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে।’ তিনি বলেন, ‘এবার নির্দিষ্ট সময়েই প্রকল্পের কাজ সমাপ্ত হয়ে যাবে আশা করছি। বাঁধের টাকা নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।
বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, ‘দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় এ সংকট হয়েছে। তবে চলতি সপ্তাহে টাকা পাওয়া যেতে পারে। তখন অর্থসংকট থাকবে না। বাঁধের সার্বিক পরিস্থিতি আমরা তদারকি করছি। এখন পর্যন্ত কাজ সন্তোষজনক।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
৩ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে