জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

একসময় গ্রামবাংলার চেনা দৃশ্য ছিল দল বেঁধে মাছ ধরা। বৃষ্টির পরে নদী-খালে পানি বাড়লেই পাড়ায় পাড়ায় শুরু হতো মাছ ধরার উৎসব। পলো হাতে সবাই মিলে নদীতে নেমে যেত, চারপাশে ছড়িয়ে পড়ত আনন্দের ঢেউ। তবে কালের বিবর্তনে সেই উৎসব এখন প্রায় হারিয়ে যেতে বসেছে।
কিন্তু সুনামগঞ্জের জগন্নাথপুরে এখনো টিকে আছে এই ঐতিহ্য। প্রতি বছর মাগুরা নদীতে আয়োজন করা হয় পলো বাওয়া উৎসব। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। আজ বৃহস্পতিবার দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে ভবের বাজার এলাকার মাগুরা নদীর দুই পাড়ে। নদীতে নামেন ছয়টি গ্রামের তিন শতাধিক মানুষ। সবাই একসঙ্গে পলো হাতে মাছ ধরতে শুরু করেন। মাছ ধরার এই দৃশ্য দেখতে নদীর দুই তীরেও ঢল নামে হাজারো মানুষের।
ইসহাকপুর গ্রামের রফিক আলী পলো হাতে নামার আগে বলেন, ‘প্রতি বছর নির্দিষ্ট তারিখে এই উৎসব হয়। ইসহাকপুর, লুদুরপুর, এনায়েতনগর, হাবিবপুর, শাসনহবি আর দুর্গাপুর—এই ছয় গ্রামের মানুষ একসঙ্গে পলো নিয়ে নামি। এমন আনন্দ কোথাও পাওয়া যায় না।’
নদীর পানিতে নেমে কেউ পলো দিয়ে, কেউবা জাল দিয়ে মাছ ধরেন। বেশির ভাগই ধরেন বোয়াল, শোল, মাগুর, গজারসহ দেশীয় প্রজাতির নানা মাছ। রফিক আলী খুশি হয়ে বলেন, ‘একটা বড় বোয়াল ধরেছি। কত দিন পর এমন আনন্দ পেলাম!’
পলো বাওয়া শুধু মাছ ধরার উৎসব নয়, এটি ছয়টি গ্রামের মানুষের জন্য মিলনমেলাও। বয়স কিংবা পেশা—সবকিছু ভুলে একদিন সবাই মেতে ওঠেন এই উৎসবে। নদীর ঢেউ, পাড়ের চিৎকার আর ধরা পড়া মাছের নাচনে যেন ফিরে আসে হারিয়ে যাওয়া গ্রামবাংলার চিরচেনা সেই দৃশ্য।

একসময় গ্রামবাংলার চেনা দৃশ্য ছিল দল বেঁধে মাছ ধরা। বৃষ্টির পরে নদী-খালে পানি বাড়লেই পাড়ায় পাড়ায় শুরু হতো মাছ ধরার উৎসব। পলো হাতে সবাই মিলে নদীতে নেমে যেত, চারপাশে ছড়িয়ে পড়ত আনন্দের ঢেউ। তবে কালের বিবর্তনে সেই উৎসব এখন প্রায় হারিয়ে যেতে বসেছে।
কিন্তু সুনামগঞ্জের জগন্নাথপুরে এখনো টিকে আছে এই ঐতিহ্য। প্রতি বছর মাগুরা নদীতে আয়োজন করা হয় পলো বাওয়া উৎসব। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। আজ বৃহস্পতিবার দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে ভবের বাজার এলাকার মাগুরা নদীর দুই পাড়ে। নদীতে নামেন ছয়টি গ্রামের তিন শতাধিক মানুষ। সবাই একসঙ্গে পলো হাতে মাছ ধরতে শুরু করেন। মাছ ধরার এই দৃশ্য দেখতে নদীর দুই তীরেও ঢল নামে হাজারো মানুষের।
ইসহাকপুর গ্রামের রফিক আলী পলো হাতে নামার আগে বলেন, ‘প্রতি বছর নির্দিষ্ট তারিখে এই উৎসব হয়। ইসহাকপুর, লুদুরপুর, এনায়েতনগর, হাবিবপুর, শাসনহবি আর দুর্গাপুর—এই ছয় গ্রামের মানুষ একসঙ্গে পলো নিয়ে নামি। এমন আনন্দ কোথাও পাওয়া যায় না।’
নদীর পানিতে নেমে কেউ পলো দিয়ে, কেউবা জাল দিয়ে মাছ ধরেন। বেশির ভাগই ধরেন বোয়াল, শোল, মাগুর, গজারসহ দেশীয় প্রজাতির নানা মাছ। রফিক আলী খুশি হয়ে বলেন, ‘একটা বড় বোয়াল ধরেছি। কত দিন পর এমন আনন্দ পেলাম!’
পলো বাওয়া শুধু মাছ ধরার উৎসব নয়, এটি ছয়টি গ্রামের মানুষের জন্য মিলনমেলাও। বয়স কিংবা পেশা—সবকিছু ভুলে একদিন সবাই মেতে ওঠেন এই উৎসবে। নদীর ঢেউ, পাড়ের চিৎকার আর ধরা পড়া মাছের নাচনে যেন ফিরে আসে হারিয়ে যাওয়া গ্রামবাংলার চিরচেনা সেই দৃশ্য।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে