নিজস্ব প্রতিবেদক, সিলেট

যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার বিকেলে সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলামের বাবুলের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংঘাতমুক্ত নির্বাচন চাই। কিন্তু আমরা আগেভাগে সেটা গ্যারান্টি দিতে পারব না। কারণ, আমাদের দেশের কালচার সব সময় মারামারির।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আজকে ৫০-৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। আমাদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। তারা চায় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন; এর সঙ্গে যোগ দিয়েছে ননভায়োলেন্ট, সংঘাতমুক্ত। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা যেটা চাই, তারাও সেটা চায়।’
জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে (সিটি করপোরেশন-সদর উপজেলা) জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি।
নজরুল ইসলাম বাবুল সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে। এজন্য নজরুল ইসলামের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে তাঁকে ধন্যবান জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের কোনো রকম দ্বন্দ্ব নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বোধ হয় বিএনপির প্রতি অসন্তুষ্ট। কারণ তারা আশা করেছিল তারাও (বিএনপি) নির্বাচনে আসবে। কিন্তু জ্বালাও-পোড়াও হওয়ার ফলে তাদের প্রতি ওদের বোধ হয়..। কেউ জ্বালাও-পোড়াও সন্ত্রাস পছন্দ করে না, কোনো রাষ্ট্রই পছন্দ করে না, কোনো লোকও পছন্দ করে না।
এ জন্য বোধ হয় ওদের সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা খুব খুশি যে আমেরিকা আমাদের সঙ্গে আছে। আমারও তাদের প্রমাণ করতে চাই, আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।’
আগামী ৭ জানুয়ারির ভোটে সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, ‘কোনো কোনো দেশে ভোট না দিলে ফাইন করে। আমরা সেই অবস্থায় যাইনি। অস্ট্রেলিয়ায় শুনেছি ৫০ ডলার ফাইন করে ভোট না দিলে। কারণ, ভোটে লোক আসে না। আমাদের দেশের জনগণ ভালো, তাঁরা আসেন। আমরা তাঁদের আহ্বান জানাই, দলে দলে পরিবার নিয়ে সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিলেট সফরে দলে দলে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান ।

যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার বিকেলে সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলামের বাবুলের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংঘাতমুক্ত নির্বাচন চাই। কিন্তু আমরা আগেভাগে সেটা গ্যারান্টি দিতে পারব না। কারণ, আমাদের দেশের কালচার সব সময় মারামারির।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আজকে ৫০-৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। আমাদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। তারা চায় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন; এর সঙ্গে যোগ দিয়েছে ননভায়োলেন্ট, সংঘাতমুক্ত। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা যেটা চাই, তারাও সেটা চায়।’
জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে (সিটি করপোরেশন-সদর উপজেলা) জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি।
নজরুল ইসলাম বাবুল সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে। এজন্য নজরুল ইসলামের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে তাঁকে ধন্যবান জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের কোনো রকম দ্বন্দ্ব নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বোধ হয় বিএনপির প্রতি অসন্তুষ্ট। কারণ তারা আশা করেছিল তারাও (বিএনপি) নির্বাচনে আসবে। কিন্তু জ্বালাও-পোড়াও হওয়ার ফলে তাদের প্রতি ওদের বোধ হয়..। কেউ জ্বালাও-পোড়াও সন্ত্রাস পছন্দ করে না, কোনো রাষ্ট্রই পছন্দ করে না, কোনো লোকও পছন্দ করে না।
এ জন্য বোধ হয় ওদের সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা খুব খুশি যে আমেরিকা আমাদের সঙ্গে আছে। আমারও তাদের প্রমাণ করতে চাই, আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।’
আগামী ৭ জানুয়ারির ভোটে সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, ‘কোনো কোনো দেশে ভোট না দিলে ফাইন করে। আমরা সেই অবস্থায় যাইনি। অস্ট্রেলিয়ায় শুনেছি ৫০ ডলার ফাইন করে ভোট না দিলে। কারণ, ভোটে লোক আসে না। আমাদের দেশের জনগণ ভালো, তাঁরা আসেন। আমরা তাঁদের আহ্বান জানাই, দলে দলে পরিবার নিয়ে সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিলেট সফরে দলে দলে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান ।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে