নিজস্ব প্রতিবেদক, সিলেট

যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার বিকেলে সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলামের বাবুলের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংঘাতমুক্ত নির্বাচন চাই। কিন্তু আমরা আগেভাগে সেটা গ্যারান্টি দিতে পারব না। কারণ, আমাদের দেশের কালচার সব সময় মারামারির।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আজকে ৫০-৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। আমাদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। তারা চায় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন; এর সঙ্গে যোগ দিয়েছে ননভায়োলেন্ট, সংঘাতমুক্ত। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা যেটা চাই, তারাও সেটা চায়।’
জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে (সিটি করপোরেশন-সদর উপজেলা) জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি।
নজরুল ইসলাম বাবুল সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে। এজন্য নজরুল ইসলামের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে তাঁকে ধন্যবান জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের কোনো রকম দ্বন্দ্ব নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বোধ হয় বিএনপির প্রতি অসন্তুষ্ট। কারণ তারা আশা করেছিল তারাও (বিএনপি) নির্বাচনে আসবে। কিন্তু জ্বালাও-পোড়াও হওয়ার ফলে তাদের প্রতি ওদের বোধ হয়..। কেউ জ্বালাও-পোড়াও সন্ত্রাস পছন্দ করে না, কোনো রাষ্ট্রই পছন্দ করে না, কোনো লোকও পছন্দ করে না।
এ জন্য বোধ হয় ওদের সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা খুব খুশি যে আমেরিকা আমাদের সঙ্গে আছে। আমারও তাদের প্রমাণ করতে চাই, আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।’
আগামী ৭ জানুয়ারির ভোটে সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, ‘কোনো কোনো দেশে ভোট না দিলে ফাইন করে। আমরা সেই অবস্থায় যাইনি। অস্ট্রেলিয়ায় শুনেছি ৫০ ডলার ফাইন করে ভোট না দিলে। কারণ, ভোটে লোক আসে না। আমাদের দেশের জনগণ ভালো, তাঁরা আসেন। আমরা তাঁদের আহ্বান জানাই, দলে দলে পরিবার নিয়ে সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিলেট সফরে দলে দলে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান ।

যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার বিকেলে সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলামের বাবুলের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংঘাতমুক্ত নির্বাচন চাই। কিন্তু আমরা আগেভাগে সেটা গ্যারান্টি দিতে পারব না। কারণ, আমাদের দেশের কালচার সব সময় মারামারির।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আজকে ৫০-৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। আমাদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। তারা চায় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন; এর সঙ্গে যোগ দিয়েছে ননভায়োলেন্ট, সংঘাতমুক্ত। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা যেটা চাই, তারাও সেটা চায়।’
জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে (সিটি করপোরেশন-সদর উপজেলা) জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি।
নজরুল ইসলাম বাবুল সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে। এজন্য নজরুল ইসলামের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে তাঁকে ধন্যবান জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের কোনো রকম দ্বন্দ্ব নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বোধ হয় বিএনপির প্রতি অসন্তুষ্ট। কারণ তারা আশা করেছিল তারাও (বিএনপি) নির্বাচনে আসবে। কিন্তু জ্বালাও-পোড়াও হওয়ার ফলে তাদের প্রতি ওদের বোধ হয়..। কেউ জ্বালাও-পোড়াও সন্ত্রাস পছন্দ করে না, কোনো রাষ্ট্রই পছন্দ করে না, কোনো লোকও পছন্দ করে না।
এ জন্য বোধ হয় ওদের সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা খুব খুশি যে আমেরিকা আমাদের সঙ্গে আছে। আমারও তাদের প্রমাণ করতে চাই, আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।’
আগামী ৭ জানুয়ারির ভোটে সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, ‘কোনো কোনো দেশে ভোট না দিলে ফাইন করে। আমরা সেই অবস্থায় যাইনি। অস্ট্রেলিয়ায় শুনেছি ৫০ ডলার ফাইন করে ভোট না দিলে। কারণ, ভোটে লোক আসে না। আমাদের দেশের জনগণ ভালো, তাঁরা আসেন। আমরা তাঁদের আহ্বান জানাই, দলে দলে পরিবার নিয়ে সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিলেট সফরে দলে দলে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৬ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে