বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

ব্যাপক লুটপাট, অনিয়ম ও দুর্নীতির কারণে দীর্ঘ সময় পেরিয়ে আসার পরও বাঙালি জাতি স্বাধীনতার সুফল পাচ্ছে না। দুর্নীতিবাজেরা দুর্নীতি করে প্রমোশন পায় আর সৎ কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন বঞ্চিত। দুর্নীতিবাজেরা জনগণকে বাঁশ দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে ব্যস্ত। যে কারণে জনগণ নিজেদের প্রাপ্য পাচ্ছে না।
সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এ মন্তব্য করেছেন। শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা রথবাড়ি বাজারের জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুল ভবনের দ্বিতীয় তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এই পরিস্থিতি থেকে পরিত্রাণের সমাধানেও গুরুত্ব দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, গুণগত পরিবর্তন ছাড়া সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ ছাড়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাজ্যপ্রবাসী ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ আকরম আলীর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আব্দুল কাদির, স্বাগত বক্তব্য রাখেন জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুলের সহকারী পরিচালক জাকির হোসেন এবং মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মাছুমা বেগম।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কমিটির সদস্য আজম আলীর সভাপতিত্বে এবং উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, প্যানেল চেয়ারম্যান-১ শায়েকুর রহমান সায়েক মেম্বার, টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আমিরুল গণি চৌধুরী মিনহাজ, জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক উসমান গণি, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, থানার এসআই সৈয়দ ফখরুল ইসলাম, শিক্ষানুরাগী আনসার আলী। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আকবর আলী।

ব্যাপক লুটপাট, অনিয়ম ও দুর্নীতির কারণে দীর্ঘ সময় পেরিয়ে আসার পরও বাঙালি জাতি স্বাধীনতার সুফল পাচ্ছে না। দুর্নীতিবাজেরা দুর্নীতি করে প্রমোশন পায় আর সৎ কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন বঞ্চিত। দুর্নীতিবাজেরা জনগণকে বাঁশ দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে ব্যস্ত। যে কারণে জনগণ নিজেদের প্রাপ্য পাচ্ছে না।
সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এ মন্তব্য করেছেন। শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা রথবাড়ি বাজারের জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুল ভবনের দ্বিতীয় তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এই পরিস্থিতি থেকে পরিত্রাণের সমাধানেও গুরুত্ব দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, গুণগত পরিবর্তন ছাড়া সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ ছাড়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাজ্যপ্রবাসী ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ আকরম আলীর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আব্দুল কাদির, স্বাগত বক্তব্য রাখেন জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুলের সহকারী পরিচালক জাকির হোসেন এবং মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মাছুমা বেগম।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কমিটির সদস্য আজম আলীর সভাপতিত্বে এবং উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, প্যানেল চেয়ারম্যান-১ শায়েকুর রহমান সায়েক মেম্বার, টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আমিরুল গণি চৌধুরী মিনহাজ, জবান উল্লাহ প্রাইমারি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক উসমান গণি, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, থানার এসআই সৈয়দ ফখরুল ইসলাম, শিক্ষানুরাগী আনসার আলী। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আকবর আলী।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে