জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশবিরোধী লুট চক্রের ঐক্য হয়েছে নির্বাচন বানচাল করতে। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে লিপ্ত হয়ে পড়েছে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশের জনগণ ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় বসাবেন।
আজ মঙ্গলবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘বদলে যাওয়া জগন্নাথপুর’ প্রামাণ্য চিত্রের প্রদর্শনী ও ‘উন্নয়ন অভিযাত্রা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, বিএনপি-জামায়াতসহ তাদের দোসররা দেশজুড়ে নাশকতা সৃষ্টি করছে। গণবিরোধী ধ্বংসাত্মক অবরোধ, হরতাল কর্মসূচি দিয়ে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। মানুষ যখন নির্বাচনী উৎসবে ভাসছে, তখন সব লুটেরা ঐক্য হয়ে জানমালের ক্ষতিসাধনের চেষ্টা করছে।
নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি ও এর দোসররা রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যায় মেতে উঠেছে বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে চায় তারা। তাদের এসব অপকর্ম জনগণ ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশে এক বৈপ্লবিক উন্নয়নকাজ করেছে। সরকারের এই উন্নয়নযজ্ঞ দেখে বিএনপি নির্বাচনে পরাজয় বুঝতে পেরে নির্বাচন থেকে সরে গিয়ে দেশ ও জাতির ক্ষতিসাধনের চেষ্টা চালাচ্ছে। সংবিধানিক বিধি অনুয়ায়ী নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে উৎসব চলছে দেশে।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ‘ক্যাম্পেইন ফর এম এ মান্নান’-এর সমন্বয়ক আওয়ামী লীগ নেতা আকমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জগন্নাথপুরের ইমাম সমিতি ও উপজেলা দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশবিরোধী লুট চক্রের ঐক্য হয়েছে নির্বাচন বানচাল করতে। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে লিপ্ত হয়ে পড়েছে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, দেশের জনগণ ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেবেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় বসাবেন।
আজ মঙ্গলবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘বদলে যাওয়া জগন্নাথপুর’ প্রামাণ্য চিত্রের প্রদর্শনী ও ‘উন্নয়ন অভিযাত্রা’ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, বিএনপি-জামায়াতসহ তাদের দোসররা দেশজুড়ে নাশকতা সৃষ্টি করছে। গণবিরোধী ধ্বংসাত্মক অবরোধ, হরতাল কর্মসূচি দিয়ে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। মানুষ যখন নির্বাচনী উৎসবে ভাসছে, তখন সব লুটেরা ঐক্য হয়ে জানমালের ক্ষতিসাধনের চেষ্টা করছে।
নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি ও এর দোসররা রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ হত্যায় মেতে উঠেছে বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে চায় তারা। তাদের এসব অপকর্ম জনগণ ভোটের মাধ্যমে কঠোর জবাব দেবেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশে এক বৈপ্লবিক উন্নয়নকাজ করেছে। সরকারের এই উন্নয়নযজ্ঞ দেখে বিএনপি নির্বাচনে পরাজয় বুঝতে পেরে নির্বাচন থেকে সরে গিয়ে দেশ ও জাতির ক্ষতিসাধনের চেষ্টা চালাচ্ছে। সংবিধানিক বিধি অনুয়ায়ী নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে উৎসব চলছে দেশে।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ‘ক্যাম্পেইন ফর এম এ মান্নান’-এর সমন্বয়ক আওয়ামী লীগ নেতা আকমল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জগন্নাথপুরের ইমাম সমিতি ও উপজেলা দলিল লেখক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে