Ajker Patrika

সিলেট সীমান্তে ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
সিলেট সীমান্তে ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ জুন) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে এই অভিযান পরিচালিত হয়।

সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, দমদমিয়া, পান্থুমাই, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর এবং শ্রীপুর বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ি, ক্লপ-জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, জিরা, চকলেট, মদ, শিং মাছ (যা বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা হচ্ছিল), চোরাচালানে ব্যবহৃত সিএনজি ও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট শহর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি’র অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হলো।’

তিনি আরও জানান, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৬৫০ টাকা। এসব মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত