সুনামগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারে অংশগ্রহণ করায় সুনামগঞ্জ জেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল।
বহিষ্কৃত তিনজন হলেন সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামছু মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইজিপির ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের প্রচারণায় অংশগ্রহণ এবং লিফলেট বিতরণ করেছেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড।
নূরুল ইসলাম আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের (কেটলি) পক্ষে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামছু মিয়া। এ জন্য বিএনপি এবং তাদের পদস্থ দলীয় সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনের প্যাডের মাধ্যমে নিজ নিজ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি এই তামাশার নির্বাচন প্রত্যাখান করেছে, সেখানে আপনি (বহিষ্কৃত নেতারা) সংগঠনের কর্মী-নেতা হয়ে নির্বাচনকে সমর্থন দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর প্রচারণা করে যাচ্ছেন, সেটি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ। তাই দলীয় সব নেতা-কর্মীকে এই ভোট বর্জন করে দলীয় সিদ্ধান্ত মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারে অংশগ্রহণ করায় সুনামগঞ্জ জেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল।
বহিষ্কৃত তিনজন হলেন সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামছু মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইজিপির ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের প্রচারণায় অংশগ্রহণ এবং লিফলেট বিতরণ করেছেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড।
নূরুল ইসলাম আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের (কেটলি) পক্ষে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামছু মিয়া। এ জন্য বিএনপি এবং তাদের পদস্থ দলীয় সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, সংগঠনের প্যাডের মাধ্যমে নিজ নিজ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি এই তামাশার নির্বাচন প্রত্যাখান করেছে, সেখানে আপনি (বহিষ্কৃত নেতারা) সংগঠনের কর্মী-নেতা হয়ে নির্বাচনকে সমর্থন দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর প্রচারণা করে যাচ্ছেন, সেটি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ। তাই দলীয় সব নেতা-কর্মীকে এই ভোট বর্জন করে দলীয় সিদ্ধান্ত মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২৬ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে