উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আগামী ১৫ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১০ নম্বর বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ মে চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরই মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে সাতজন আবেদন করেছেন।
আবেদনকারীরা হলেন বড়হর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জহুরুল হাসান, বড়হর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক শাহীন আলম ও শরিফুল ইসলাম বাবু।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৭ মে বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের সদস্যপদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। ইউপি নির্বাচনে এবার মোট ভোটারসংখ্যা ৩০ হাজার ৮৬১ জন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে সাতজন আবেদন করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদ রানা বলেন, বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১২টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আগামী ১৫ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১০ নম্বর বড়হর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ মে চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরই মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে সাতজন আবেদন করেছেন।
আবেদনকারীরা হলেন বড়হর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জহুরুল হাসান, বড়হর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাঈদ বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক শাহীন আলম ও শরিফুল ইসলাম বাবু।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৭ মে বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের সদস্যপদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। ইউপি নির্বাচনে এবার মোট ভোটারসংখ্যা ৩০ হাজার ৮৬১ জন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, বড়হর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে সাতজন আবেদন করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদ রানা বলেন, বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১২টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩৩ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৭ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৪০ মিনিট আগে