সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী চাঁদ আলীকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত চাঁদ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের কালু সরদারের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ৯ বছর আগে উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের কালু সরদারের ছেলে চাঁদ আলীর সঙ্গে একই গ্রামের তাহমিনার বিয়ে হয়। একপর্যায়ে তাহমিনার সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী শহিদুল ইসলাম ও নাসিরের অবৈধ সম্পর্ক আছে বলে তাঁদের দুজনের স্ত্রী দাবি করেন।
এ ঘটনার জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাতে শহিদুল ইসলাম ও নাসির তাহমিনাকে মারপিট করেন। পরে তাদের সহায়তায় স্বামী চাঁদ আলী তাহমিনাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে তাহমিনার পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করলে ২০১১ সালের ৮ আগস্ট তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা হানেফ আলী মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। মামলা চলাকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ স্বামী চাঁদ আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী চাঁদ আলীকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত চাঁদ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের কালু সরদারের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ৯ বছর আগে উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের কালু সরদারের ছেলে চাঁদ আলীর সঙ্গে একই গ্রামের তাহমিনার বিয়ে হয়। একপর্যায়ে তাহমিনার সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী শহিদুল ইসলাম ও নাসিরের অবৈধ সম্পর্ক আছে বলে তাঁদের দুজনের স্ত্রী দাবি করেন।
এ ঘটনার জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাতে শহিদুল ইসলাম ও নাসির তাহমিনাকে মারপিট করেন। পরে তাদের সহায়তায় স্বামী চাঁদ আলী তাহমিনাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে তাহমিনার পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করলে ২০১১ সালের ৮ আগস্ট তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা হানেফ আলী মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। মামলা চলাকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ স্বামী চাঁদ আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪০ মিনিট আগে