সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও আসবাবপত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বুধবার বিকেলে তানভীর ইমামকে সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের জিআরও মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১৭ মে রাতে উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীরা আলোচনা করছিলেন। এমন সময় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি অফিসে হাজির হন। আসামিরা নাশকতার লক্ষ্যে বিএনপি অফিসে ভাঙচুর করে এবং সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলামের হুকুমের পরপর ৮-৯টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা বিএনপি অফিস ভাঙচুর ও আসবাবপত্র লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় উল্লাপাড়া পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তাঁর পিএস আরিফুল ইসলাম উজ্জ্বল, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি ,সাবেক পৌর মেয়র নজরুল, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্নাসহ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে ২০২৪ সালের ৯ নভেম্বর উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আজ সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও আসবাবপত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বুধবার বিকেলে তানভীর ইমামকে সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের জিআরও মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১৭ মে রাতে উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীরা আলোচনা করছিলেন। এমন সময় সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি অফিসে হাজির হন। আসামিরা নাশকতার লক্ষ্যে বিএনপি অফিসে ভাঙচুর করে এবং সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলামের হুকুমের পরপর ৮-৯টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা বিএনপি অফিস ভাঙচুর ও আসবাবপত্র লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় উল্লাপাড়া পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, তাঁর পিএস আরিফুল ইসলাম উজ্জ্বল, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি ,সাবেক পৌর মেয়র নজরুল, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্নাসহ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে ২০২৪ সালের ৯ নভেম্বর উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আজ সাবেক সংসদ সদস্য তানভীর ইমামকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে