সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করে ইটভাটায় পুঁতে রাখার দায়ে সাবেক প্রেমিক রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মামলার অপর আসামি মালেকা খাতুন, মাসুদ, ফারুক হোসেন ও নুর মোহাম্মদকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি তানিয়া খাতুন ও চামেলি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই কারাদণ্ডের আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান রোকন বগুড়া জেলার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি এলাকার জেল হোসেনের ছেলে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের খাস খুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে রিনা ইসলাম হাফিজার বিয়ে হয়। বিয়ের আগে হাফিজার সঙ্গে দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান রোকনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা উভয়ে বিয়ে করার জন্য বাড়ি থেকে একবার পালিয়ে গিয়েছিলেন। বিয়ের পর হাফিজা ও রোকনের মধ্যে পুনরায় সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক তৈরিতে আসামি মালেকা খাতুন, মাসুদ, ফারুক হোসেন ও নুর মোহাম্মদ সহায়তা করেছেন।
২০১৪ সালের ২২ আগস্ট হাফিজা বগুড়া জেলার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ক্রয় করা জমি দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় হাফিজার স্বামী কাজীপুর থানায় অভিযোগ করেন। পরদিন ২৩ আগস্ট গান্দাইল ইউনিয়নের মজনু চেয়ারম্যানের ভাটার মধ্যে থেকে হাফিজার লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত শেষে পুলিশ রোকনুজ্জামান রোকন, মালেকা খাতুন, মো. মাসুদ, ফারুক হোসেন, নুর মোহাম্মদ, তানিয়া খাতুন ও চামেলী খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জের কাজীপুরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করে ইটভাটায় পুঁতে রাখার দায়ে সাবেক প্রেমিক রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মামলার অপর আসামি মালেকা খাতুন, মাসুদ, ফারুক হোসেন ও নুর মোহাম্মদকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি তানিয়া খাতুন ও চামেলি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই কারাদণ্ডের আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান রোকন বগুড়া জেলার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি এলাকার জেল হোসেনের ছেলে।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের খাস খুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের সঙ্গে রিনা ইসলাম হাফিজার বিয়ে হয়। বিয়ের আগে হাফিজার সঙ্গে দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান রোকনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা উভয়ে বিয়ে করার জন্য বাড়ি থেকে একবার পালিয়ে গিয়েছিলেন। বিয়ের পর হাফিজা ও রোকনের মধ্যে পুনরায় সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক তৈরিতে আসামি মালেকা খাতুন, মাসুদ, ফারুক হোসেন ও নুর মোহাম্মদ সহায়তা করেছেন।
২০১৪ সালের ২২ আগস্ট হাফিজা বগুড়া জেলার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় ক্রয় করা জমি দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় হাফিজার স্বামী কাজীপুর থানায় অভিযোগ করেন। পরদিন ২৩ আগস্ট গান্দাইল ইউনিয়নের মজনু চেয়ারম্যানের ভাটার মধ্যে থেকে হাফিজার লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত শেষে পুলিশ রোকনুজ্জামান রোকন, মালেকা খাতুন, মো. মাসুদ, ফারুক হোসেন, নুর মোহাম্মদ, তানিয়া খাতুন ও চামেলী খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২১ মিনিট আগে