সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির ২০ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির বিএনপি নেতা-কর্মীদের জামিনের আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস মন্ডল, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করীম খান, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাকিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলত সভা চলাকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জুয়েল আকন্দ বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় গত ৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান বিএনপির নেতা-কর্মীরা। আজ এই মামলায় তাঁরা স্থায়ী জামিন নেন।

আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির ২০ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির বিএনপি নেতা-কর্মীদের জামিনের আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস মন্ডল, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করীম খান, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাকিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলত সভা চলাকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জুয়েল আকন্দ বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় গত ৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান বিএনপির নেতা-কর্মীরা। আজ এই মামলায় তাঁরা স্থায়ী জামিন নেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৫ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪০ মিনিট আগে