সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির ২০ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির বিএনপি নেতা-কর্মীদের জামিনের আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস মন্ডল, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করীম খান, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাকিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলত সভা চলাকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জুয়েল আকন্দ বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় গত ৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান বিএনপির নেতা-কর্মীরা। আজ এই মামলায় তাঁরা স্থায়ী জামিন নেন।

আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির ২০ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির বিএনপি নেতা-কর্মীদের জামিনের আদেশ দেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও বিএনপি নেতা-কর্মীদের আইনজীবী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন রায়গঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস মন্ডল, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করীম খান, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাকিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলত সভা চলাকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালায় এবং ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জুয়েল আকন্দ বাদী হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এই মামলায় গত ৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান বিএনপির নেতা-কর্মীরা। আজ এই মামলায় তাঁরা স্থায়ী জামিন নেন।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে