সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর নয় বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা থানার অলিদহ পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির সৎ বাবা ও প্রতিবেশী মামাকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাতে সলঙ্গা এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আজ শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা খাতুন (৯) আমশড়া গ্রামের শাহিনের মেয়ে। গ্রেপ্তার শরিফুল ও হাসমত আলী অলিদহ গ্রামের বাসিন্দা।
আটক দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সানজিদার মা জরিনা খাতুনের সঙ্গে শাহিনের বিচ্ছেদ হওয়ার পর শরিফুলকে বিয়ে করেন তিনি। জরিনা খাতুন শরিফুলের চতুর্থ স্ত্রী ছিলেন। তাঁদের মধ্যে দাম্পত্য দ্বন্দ্বের জের ধরে দেড় মাস আগে জরিনা শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। শরিফুলের চেষ্টার পরও তিনি ফিরে না আসায় জরিনার প্রতিবেশী হাসমতের শরণাপন্ন হন (তিনি) শরিফুল। হাসমত আলী তাঁকে বলেন, সানজিদাকে অপহরণ করে তার হাতে তুলে দিলে তাঁর স্ত্রীকে ফেরত পাবেন।
পরিকল্পনা অনুযায়ী গত ১০ ফেব্রুয়ারি মাদ্রাসায় যাওয়ার পথে হাসমত ও শরিফুল সানজিদাকে চিপসের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় সানজিদা চিৎকার করলে তাকে গলাটিপে হত্যার পর কবরস্থানের জঙ্গলে মরদেহ ফেলে রেখে যায়। ওই রাতেই তাঁরা মরদেহ পাশের একটি ধানখেতে পুতে রাখেন।
এদিকে অনেক খোঁজাখুঁজির পর সানজিদার সন্ধান না পেয়ে গত ১১ ফেব্রুয়ারি তাঁর নানা জহুরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি এনামুল আরও বলেন, জিডি হওয়ার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তারা। তাদের দেওয়া তথ্যমতে ধানখেতে পুতে রাখা অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর নয় বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গা থানার অলিদহ পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির সৎ বাবা ও প্রতিবেশী মামাকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাতে সলঙ্গা এলাকা থেকে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আজ শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত সানজিদা খাতুন (৯) আমশড়া গ্রামের শাহিনের মেয়ে। গ্রেপ্তার শরিফুল ও হাসমত আলী অলিদহ গ্রামের বাসিন্দা।
আটক দুজনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সানজিদার মা জরিনা খাতুনের সঙ্গে শাহিনের বিচ্ছেদ হওয়ার পর শরিফুলকে বিয়ে করেন তিনি। জরিনা খাতুন শরিফুলের চতুর্থ স্ত্রী ছিলেন। তাঁদের মধ্যে দাম্পত্য দ্বন্দ্বের জের ধরে দেড় মাস আগে জরিনা শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান। শরিফুলের চেষ্টার পরও তিনি ফিরে না আসায় জরিনার প্রতিবেশী হাসমতের শরণাপন্ন হন (তিনি) শরিফুল। হাসমত আলী তাঁকে বলেন, সানজিদাকে অপহরণ করে তার হাতে তুলে দিলে তাঁর স্ত্রীকে ফেরত পাবেন।
পরিকল্পনা অনুযায়ী গত ১০ ফেব্রুয়ারি মাদ্রাসায় যাওয়ার পথে হাসমত ও শরিফুল সানজিদাকে চিপসের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় সানজিদা চিৎকার করলে তাকে গলাটিপে হত্যার পর কবরস্থানের জঙ্গলে মরদেহ ফেলে রেখে যায়। ওই রাতেই তাঁরা মরদেহ পাশের একটি ধানখেতে পুতে রাখেন।
এদিকে অনেক খোঁজাখুঁজির পর সানজিদার সন্ধান না পেয়ে গত ১১ ফেব্রুয়ারি তাঁর নানা জহুরুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওসি এনামুল আরও বলেন, জিডি হওয়ার পর পুলিশ অনুসন্ধান চালিয়ে ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন তারা। তাদের দেওয়া তথ্যমতে ধানখেতে পুতে রাখা অবস্থায় সানজিদার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১৩ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
১৮ মিনিট আগে
হত্যার হুমকির পর নিরাপত্তার কারণে সারা দেশে নিজের ওয়াজ ও তফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। গতকাল রোববার রাতে যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
৩৪ মিনিট আগে