উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি সংবলিত বঙ্গবন্ধু কর্নার পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে লাখো শহীদের রক্তে অর্জিত লাল-সবুজের বাংলাদেশকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখতে বর্তমান সরকার সারা দেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার করার উদ্যোগ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP) প্রকল্পের বরাদ্দ থেকে প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই এবং বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসংবলিত ইতিহাস প্যানা ফ্রেমে স্কুলের দেয়ালে লাগানোর নিয়ম রয়েছে। সেই নিয়ম-নীতির তোয়াক্কা না করেই উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৩৪ নম্বর সিমলা সোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত পরিত্যক্ত কক্ষের মেঝেতে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া শ্রেণিকক্ষের ভেতরে বিছানা স্থাপন করে বানানো হয়েছে শয়নকক্ষ।
এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ও সরেজমিন পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রস্তাব দেন।
বঙ্গবন্ধু কর্নার অবমাননার বিষয়টি দ্রুত গ্রামবাসীর মধ্যে জানাজানি হওয়ার পর ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম দুলাল সাংবাদিকদের বলেন, একজন প্রধান শিক্ষকের কাছে এমন বিষয় কখনো প্রত্যাশা করা যায় না। তাঁর এমন কাজে সত্যিই আমরা ব্যথিত।
বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য চাঁদ আলী সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রধান শিক্ষক যা করেছেন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি জানান, এ ধরনের জঘন্যতম অপরাধ যদি কেউ করে থাকে, তবে সেটা কোনো ভুল নয় বরং অন্যায়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ তাঁকে ধিক্কার জানায়। ওই প্রধান শিক্ষকের অবশ্যই শাস্তি হওয়া উচিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, `বিষয়টি আমার জানা ছিল না, তবে এ ধরনের অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অযত্ন, অবহেলা আর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি সংবলিত বঙ্গবন্ধু কর্নার পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে লাখো শহীদের রক্তে অর্জিত লাল-সবুজের বাংলাদেশকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখতে বর্তমান সরকার সারা দেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার করার উদ্যোগ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP) প্রকল্পের বরাদ্দ থেকে প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই এবং বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসংবলিত ইতিহাস প্যানা ফ্রেমে স্কুলের দেয়ালে লাগানোর নিয়ম রয়েছে। সেই নিয়ম-নীতির তোয়াক্কা না করেই উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৩৪ নম্বর সিমলা সোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অব্যবহৃত পরিত্যক্ত কক্ষের মেঝেতে ফেলে রাখা হয়েছে। এ ছাড়া শ্রেণিকক্ষের ভেতরে বিছানা স্থাপন করে বানানো হয়েছে শয়নকক্ষ।
এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ও সরেজমিন পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য প্রস্তাব দেন।
বঙ্গবন্ধু কর্নার অবমাননার বিষয়টি দ্রুত গ্রামবাসীর মধ্যে জানাজানি হওয়ার পর ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম দুলাল সাংবাদিকদের বলেন, একজন প্রধান শিক্ষকের কাছে এমন বিষয় কখনো প্রত্যাশা করা যায় না। তাঁর এমন কাজে সত্যিই আমরা ব্যথিত।
বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য চাঁদ আলী সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রধান শিক্ষক যা করেছেন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি জানান, এ ধরনের জঘন্যতম অপরাধ যদি কেউ করে থাকে, তবে সেটা কোনো ভুল নয় বরং অন্যায়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ তাঁকে ধিক্কার জানায়। ওই প্রধান শিক্ষকের অবশ্যই শাস্তি হওয়া উচিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, `বিষয়টি আমার জানা ছিল না, তবে এ ধরনের অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে