জুবাইদুল ইসলাম, শেরপুর

গত দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতীর বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়া অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি নিয়ে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে ঝিনাইগাতী উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীতে পানি বাড়তে শুরু করে। এতে উপজেলা সদরের প্রধান সড়ক, প্রধান বাজার, উপজেলা পরিষদ ভবন ও জেলা পরিষদের ডাকবাংলো প্লাবিত হয়। এ ছাড়া মহারশি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদর ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙে সদর ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। আর সোমেশ্বরী ও কালাঘোঁষা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ধানশাইল ইউনিয়নের আরও পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
প্লাবিত গ্রামগুলোর মধ্যে রয়েছে ঝিনাইগাতী সদর ইউনিয়নের ঝিনাইগাতী বাজার, রামেরকুড়া, খৈলকুড়া, দিঘিরপাড়, ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড়, উত্তর দাড়িয়ারপাড়, কান্দুলী ও দক্ষিণ কান্দুলীসহ অন্তত ১০টি গ্রাম। এতে উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত পাঁচ শতাধিক পরিবার। এসব এলাকার আউশ ও সবজির খেত পানিতে নিচে পড়ে গেছে। আর পানিতে মাছ ভেসে গিয়ে অন্তত ৭০টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পাহাড়ি ঢলের চাপে কাংশা ইউনিয়নের গুরুচরণ-দুধনই থেকে আয়নাপুরগামী সড়কের মাঝখানে ভেঙে পানি প্রবেশ করছে। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
অন্যদিকে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ভোগাই ও চেল্লাখালি নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে প্রতিষ্ঠানগুলোতে ছুটির নির্দেশনা দেওয়া হয়েছে। চেল্লাখালি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উপজেলার অন্যান্য নদীগুলোর পানি বিপৎসীমার কিছু নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বাড়ার শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঝিনাইগাতী উপজেলা সদরে দেখা যায়, উপজেলার প্রধান বাজারে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে নিচু দোকানপাট ডুবে গেছে। এতে বিভিন্ন দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাজারের ব্যবসায়ী মো. আবু বকর বলেন, ‘আমি এ বাজারে অনেক দিন থেকে ব্যবসা করতেছি। প্রতি বছর পাহাড়ি ঢল আসলেই মহারশি নদীর পাড় ভাইঙা বাজারে পানি ঢোকে মালামাল ক্ষতি হয়। আশেপাশের বাড়িঘর ভাইঙা যায়। আমরা মহারশি নদীতে একটি শক্ত বাধের দাবি করে আসলেও এটি এখনো বাস্তবায়িত হয়নি। যত দিন বাধ না হবে, তত দিন আমাদের এ রকম ক্ষতি হতেই থাকবে।’
সদর ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, সকালে ওঠেই দেখি বাড়ির ভেতর পানি ঢুকতেছে।
আহমেদনগর এলাকার গৃহবধূ আছিয়া বেগম বলেন, ‘বাড়ির মধ্যে পানি ঢুকে উঠানে গর্ত হয়ে গেছে। এখন বাড়ির ভেতরে যাওয়ার সাহসও পাইতাছি না। কিচু মালামাল রাত্রে সরায়া নিছিলাম। আর কিছু মালামাল ঘরেই রয়ে গেছে। চুলায় পানি ওঠার কারণে রান্না-বান্নাও বন্ধ। এখন চিড়া-মুড়ি খায়া আছি।’
এ নিয়ে সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, ‘মহারশি নদীর পানি বেড়ে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী বাজারসহ বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা বারবার মহারশী নদীর বেড়িবাঁধ নির্মাণের দাবি করে আসছি। কিন্তু তা হচ্ছে না। এতে আমাদের জনসাধারণকে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে।’
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। উপজেলা প্রশাসন পানিবন্দী মানুষের পাশে রয়েছে। তাঁদের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। আর পানি নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

গত দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতীর বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়া অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি নিয়ে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে ঝিনাইগাতী উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীতে পানি বাড়তে শুরু করে। এতে উপজেলা সদরের প্রধান সড়ক, প্রধান বাজার, উপজেলা পরিষদ ভবন ও জেলা পরিষদের ডাকবাংলো প্লাবিত হয়। এ ছাড়া মহারশি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদর ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙে সদর ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। আর সোমেশ্বরী ও কালাঘোঁষা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ধানশাইল ইউনিয়নের আরও পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
প্লাবিত গ্রামগুলোর মধ্যে রয়েছে ঝিনাইগাতী সদর ইউনিয়নের ঝিনাইগাতী বাজার, রামেরকুড়া, খৈলকুড়া, দিঘিরপাড়, ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড়, উত্তর দাড়িয়ারপাড়, কান্দুলী ও দক্ষিণ কান্দুলীসহ অন্তত ১০টি গ্রাম। এতে উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত পাঁচ শতাধিক পরিবার। এসব এলাকার আউশ ও সবজির খেত পানিতে নিচে পড়ে গেছে। আর পানিতে মাছ ভেসে গিয়ে অন্তত ৭০টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পাহাড়ি ঢলের চাপে কাংশা ইউনিয়নের গুরুচরণ-দুধনই থেকে আয়নাপুরগামী সড়কের মাঝখানে ভেঙে পানি প্রবেশ করছে। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
অন্যদিকে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ভোগাই ও চেল্লাখালি নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এতে প্রতিষ্ঠানগুলোতে ছুটির নির্দেশনা দেওয়া হয়েছে। চেল্লাখালি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উপজেলার অন্যান্য নদীগুলোর পানি বিপৎসীমার কিছু নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বাড়ার শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঝিনাইগাতী উপজেলা সদরে দেখা যায়, উপজেলার প্রধান বাজারে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে নিচু দোকানপাট ডুবে গেছে। এতে বিভিন্ন দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাজারের ব্যবসায়ী মো. আবু বকর বলেন, ‘আমি এ বাজারে অনেক দিন থেকে ব্যবসা করতেছি। প্রতি বছর পাহাড়ি ঢল আসলেই মহারশি নদীর পাড় ভাইঙা বাজারে পানি ঢোকে মালামাল ক্ষতি হয়। আশেপাশের বাড়িঘর ভাইঙা যায়। আমরা মহারশি নদীতে একটি শক্ত বাধের দাবি করে আসলেও এটি এখনো বাস্তবায়িত হয়নি। যত দিন বাধ না হবে, তত দিন আমাদের এ রকম ক্ষতি হতেই থাকবে।’
সদর ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, সকালে ওঠেই দেখি বাড়ির ভেতর পানি ঢুকতেছে।
আহমেদনগর এলাকার গৃহবধূ আছিয়া বেগম বলেন, ‘বাড়ির মধ্যে পানি ঢুকে উঠানে গর্ত হয়ে গেছে। এখন বাড়ির ভেতরে যাওয়ার সাহসও পাইতাছি না। কিচু মালামাল রাত্রে সরায়া নিছিলাম। আর কিছু মালামাল ঘরেই রয়ে গেছে। চুলায় পানি ওঠার কারণে রান্না-বান্নাও বন্ধ। এখন চিড়া-মুড়ি খায়া আছি।’
এ নিয়ে সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, ‘মহারশি নদীর পানি বেড়ে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী বাজারসহ বিভিন্ন এলাকায় পানি উঠতে শুরু করেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা বারবার মহারশী নদীর বেড়িবাঁধ নির্মাণের দাবি করে আসছি। কিন্তু তা হচ্ছে না। এতে আমাদের জনসাধারণকে খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে।’
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ জানান, বৃহস্পতিবার সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। উপজেলা প্রশাসন পানিবন্দী মানুষের পাশে রয়েছে। তাঁদের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। আর পানি নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে