শেরপুর প্রতিনিধি

শেরপুরের মুর্শিদপুর দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাফেজ উদ্দিন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামের ইদু মিয়ার ছেলে। তিন সন্তানের এই বাবা পেশায় কাঠের নকশামিস্ত্রি ছিলেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মুর্শিদপুর দরবার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকার ফারাজিয়া আল আরাবিয়া কওমি মাদ্রাসার সুপার মো. তরিকুল ইসলাম এবং স্থানীয় প্রভাবশালী মো. খোরশেদ, মজিবুর, শহিদুলসহ ধর্মপ্রাণ মুসল্লিদের একটি অংশ।
তাঁদের অভিযোগ, দরবারে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। এর আগেও দরবার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ভোররাতে ৪০০-৫০০ লোক দরবারে হামলা চালায়। দরবারের খাদেম ও মুরিদরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হামলাকারীদের মধ্যে হাফেজ উদ্দিনসহ সাতজন এবং দরবারের ছয়জনসহ মোট ১৩ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
হামলাকারীদের মধ্যে আসিফ (২৫), শহিদুল ইসলাম (৩৫), আল মাসুদ (১৫), জিসান (২২) এনামুল হক (৩৫), হাফেজ (৩৯) ও জয়নালকে (২৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দরবার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের আটক করে পুলিশ।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাফেজ উদ্দিনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে তিনি মারা যান।
দরবারের খাদেম মো. মামুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দরবার বন্ধের হুমকি দিয়ে আসছিল হামলাকারীরা। মঙ্গলবার ভোরে তারা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আপসের কথা বলে আমাদের সাতজনকে দরবারে ডেকে নিয়ে মারধর করা হয় এবং বাথরুমে আটকে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমাদের একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, আহত হাফেজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাঁরা মৃত্যুর ঘটনায় জড়িত কি না তা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

শেরপুরের মুর্শিদপুর দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাফেজ উদ্দিন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামের ইদু মিয়ার ছেলে। তিন সন্তানের এই বাবা পেশায় কাঠের নকশামিস্ত্রি ছিলেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মুর্শিদপুর দরবার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকার ফারাজিয়া আল আরাবিয়া কওমি মাদ্রাসার সুপার মো. তরিকুল ইসলাম এবং স্থানীয় প্রভাবশালী মো. খোরশেদ, মজিবুর, শহিদুলসহ ধর্মপ্রাণ মুসল্লিদের একটি অংশ।
তাঁদের অভিযোগ, দরবারে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। এর আগেও দরবার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ভোররাতে ৪০০-৫০০ লোক দরবারে হামলা চালায়। দরবারের খাদেম ও মুরিদরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হামলাকারীদের মধ্যে হাফেজ উদ্দিনসহ সাতজন এবং দরবারের ছয়জনসহ মোট ১৩ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
হামলাকারীদের মধ্যে আসিফ (২৫), শহিদুল ইসলাম (৩৫), আল মাসুদ (১৫), জিসান (২২) এনামুল হক (৩৫), হাফেজ (৩৯) ও জয়নালকে (২৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দরবার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের আটক করে পুলিশ।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাফেজ উদ্দিনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে তিনি মারা যান।
দরবারের খাদেম মো. মামুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দরবার বন্ধের হুমকি দিয়ে আসছিল হামলাকারীরা। মঙ্গলবার ভোরে তারা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আপসের কথা বলে আমাদের সাতজনকে দরবারে ডেকে নিয়ে মারধর করা হয় এবং বাথরুমে আটকে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমাদের একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, আহত হাফেজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাঁরা মৃত্যুর ঘটনায় জড়িত কি না তা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে