শেরপুর প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ হওয়ায় শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শেরপুর জেলা ছাত্রলীগে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য, উপগণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মোহাম্মাদ হোসাইন এবং সহসম্পাদক মাহফুজুর রহমান নয়নের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের ২৮ জানুয়ারি শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের এক বছর মেয়াদি শেরপুর জেলা শাখা কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরে সাধারণ সম্পাদক নিয়ে বিতর্কের মুখে একইদিন রাতে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। পরে একই বছরের ৫ মে মতিউর রহমান মতিনকে বাদ দিয়ে রেজাউল করিম রেজাকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে ওই কমিটির ঘোষণার দুই বছর পর ২০২০ সালের ২৪ নভেম্বর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এদিকে প্রায় সাড়ে চার বছর পর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শেরপুর জেলা ছাত্রলীগে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্য, উপগণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মোহাম্মাদ হোসাইন এবং সহসম্পাদক মাহফুজুর রহমান নয়নের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের ২৮ জানুয়ারি শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের এক বছর মেয়াদি শেরপুর জেলা শাখা কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরে সাধারণ সম্পাদক নিয়ে বিতর্কের মুখে একইদিন রাতে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। পরে একই বছরের ৫ মে মতিউর রহমান মতিনকে বাদ দিয়ে রেজাউল করিম রেজাকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে ওই কমিটির ঘোষণার দুই বছর পর ২০২০ সালের ২৪ নভেম্বর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এদিকে প্রায় সাড়ে চার বছর পর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মৌলভীবাজারের হাকালুকি, কাউয়াদীঘি ও হাইল হাওরের বাইক্কা বিলে অতিথি পাখি শিকার চলছেই। স্থানীয়দের অভিযোগ, দিনরাত নির্বিচারে পাখি শিকার করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না শিকারিদের ব্যাপারে। এ দিকে অতীতের তুলনায় এসব এলাকায় অতিথি পাখির আগমন কমেছে বলেও জানিয়েছেন তাঁরা।
৩ মিনিট আগে
শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের নাম করে চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে খননযন্ত্র বসিয়ে পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। কোথাও নেই সরকারি অনুমোদন, প্রকল্পের নামফলক বা সতর্কতামূলক কোনো সাইনবোর্ড। দিনের পর দিন পাহাড় কাটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি চোখে পড়ছে না।
১২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ও সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর (৪০) নামের এক গৃহবধূ নিহত হন। তিনি রোহিতপুর ইউনিয়নের নতুন শাহপুর গ্রামের...
১ ঘণ্টা আগে
বাসচালক বাদল বলেন, ‘এএসপি (শ্যামলী রানী বর্মণ) ম্যাডাম ও ওনার স্বামী (জয়ন্ত বর্মণ) আমাকে অফিসে ডেকে নিয়ে গরু পেটানোর মতো পিটিয়েছেন। শরীরের গোপন জায়গায় মেরেছেন। উনি (শ্যামলী রানী বর্মণ) বডিগার্ডকে বললেন মাইরা হাত-পা ভেঙে দে। তারপর বডিগার্ড আমাকে এসএস পাইপ দিয়ে ইচ্ছেমতো পিটিয়েছে।’
২ ঘণ্টা আগে