শরীয়তপুর প্রতিনিধি

লিবিয়ায় এক বছর ধরে নিখোঁজ শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবককে পাচারকারী দালাল চক্রের হোতা রাশেদ খানকে চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় গাইন এই আদেশ দেন।
এ দিকে রাশেদ খানকে গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর ফাঁসির দাবিতে গত শনিবার সকাল থেকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আমরণ অনশনে বসেন নিখোঁজ ২৪ যুবকের পরিবারের সদস্য ও স্বজনেরা। শনি ও রোববার অনশন শেষে আজ সোমবার সকালে তাঁরা দালালদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশেদ খানকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা জানান, শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের চরযাদবপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে রাশেদ খান ও কামরুজ্জামান টুনু খান বিভিন্ন দেশে জনশক্তি পাঠানোর কাজ করেন। তাঁরা নিজেরা এবং সহযোগীদের মাধ্যমে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে বিভিন্ন দেশে পাঠান।
২০২৩ সালে তাঁরা শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া, দক্ষিণ ভাসানচর, নতুন হাট, চরনেয়ামতপুর, চর ভাসানচর, চাপাতলী, চরচাটাং এলাকার ১৯ জন ও মাদারীপুর সদরের জাগীর, জাফরাবাদ, ত্রিভাগাদি, কালকিনির সূর্যমণি এলাকার ৫ জনসহ মোট ২৪ যুবককে অবৈধ পথে লিবিয়া থেকে ইতালি পাঠানোর জন্য বাড়ি থেকে নিয়ে যান রাশেদ ও কামরুজ্জামান টুনু খানসহ একটি মানব পাচারকারী দালাল চক্র। তাঁদের প্রথমে সংযুক্ত আরব আমিরাত, তারপর মিসর হয়ে লিবিয়া পাঠানো হয়। এর পর থেকে প্রায় এক বছর ধরে ওই ২৪ যুবক নিখোঁজ রয়েছেন। তাঁদের পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মানব পাচারের ৫৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৩টি মামলা তদন্ত করছে জেলা পুলিশ, সিআইডিতে তদন্তাধীন ২০টি মামলা। এজাহারনামীয় আসামির সংখ্যা ২৬০ জন। এর মধ্যে ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং দুটি মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে।
শরীয়তপুর কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, মানব পাচারকারী চক্রের মূল হোতা রাশেদ খানকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, চক্রের হোতা রাশেদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

লিবিয়ায় এক বছর ধরে নিখোঁজ শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবককে পাচারকারী দালাল চক্রের হোতা রাশেদ খানকে চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় গাইন এই আদেশ দেন।
এ দিকে রাশেদ খানকে গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর ফাঁসির দাবিতে গত শনিবার সকাল থেকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আমরণ অনশনে বসেন নিখোঁজ ২৪ যুবকের পরিবারের সদস্য ও স্বজনেরা। শনি ও রোববার অনশন শেষে আজ সোমবার সকালে তাঁরা দালালদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশেদ খানকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা জানান, শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের চরযাদবপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে রাশেদ খান ও কামরুজ্জামান টুনু খান বিভিন্ন দেশে জনশক্তি পাঠানোর কাজ করেন। তাঁরা নিজেরা এবং সহযোগীদের মাধ্যমে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে বিভিন্ন দেশে পাঠান।
২০২৩ সালে তাঁরা শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া, দক্ষিণ ভাসানচর, নতুন হাট, চরনেয়ামতপুর, চর ভাসানচর, চাপাতলী, চরচাটাং এলাকার ১৯ জন ও মাদারীপুর সদরের জাগীর, জাফরাবাদ, ত্রিভাগাদি, কালকিনির সূর্যমণি এলাকার ৫ জনসহ মোট ২৪ যুবককে অবৈধ পথে লিবিয়া থেকে ইতালি পাঠানোর জন্য বাড়ি থেকে নিয়ে যান রাশেদ ও কামরুজ্জামান টুনু খানসহ একটি মানব পাচারকারী দালাল চক্র। তাঁদের প্রথমে সংযুক্ত আরব আমিরাত, তারপর মিসর হয়ে লিবিয়া পাঠানো হয়। এর পর থেকে প্রায় এক বছর ধরে ওই ২৪ যুবক নিখোঁজ রয়েছেন। তাঁদের পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে ২০ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মানব পাচারের ৫৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৩টি মামলা তদন্ত করছে জেলা পুলিশ, সিআইডিতে তদন্তাধীন ২০টি মামলা। এজাহারনামীয় আসামির সংখ্যা ২৬০ জন। এর মধ্যে ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং দুটি মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়েছে।
শরীয়তপুর কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, মানব পাচারকারী চক্রের মূল হোতা রাশেদ খানকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, চক্রের হোতা রাশেদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৩ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
২৯ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৩ মিনিট আগে