শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার চার নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের ফুল ও সম্মানসূচক পোশাক দিয়ে বরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পণ্ডিতসার বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সালেহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালধ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহফুজ, শরীয়তপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান, সমাজ সেবক মোজাফফর তপাদার, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবর্ধনা পাওয়া চার হাফেজ হলেন মো. সাইম মোল্লা, মো. জুবায়ের ইসলাম, মো. আবু রায়হান ব্যাপারী ও মো. আবু রায়হান মল্লিক।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তার বলেন, ‘সাড়ে ছয় বছরের যাত্রায় আমাদের মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ৮১ জন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’
সংবর্ধনা পাওয়া হাফেজ মো. আবু রায়হান ব্যাপারী বলেন, ‘মা-বাবা ও শিক্ষকদের উৎসাহে আজ আমি হাফেজ হতে পেরেছি। মাদ্রাসা থেকে সংবর্ধনা পেয়ে আমরা খুব আনন্দিত। দোয়া করবেন যেন বড় আলেম হতে পারি।’
হাফেজ আবু রায়হানের বাবা মো. বাবুল ব্যাপারী বলেন, ‘হাফেজরা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। আজ আমার ছেলে হাফেজ হওয়ায় আমি গর্বিত। কোরআনের হাফেজদের জন্য সমাজে আলাদা সম্মান থাকা উচিত।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার চার নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফেজদের ফুল ও সম্মানসূচক পোশাক দিয়ে বরণ করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পণ্ডিতসার বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সালেহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালধ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহফুজ, শরীয়তপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল হান্নান, সমাজ সেবক মোজাফফর তপাদার, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবর্ধনা পাওয়া চার হাফেজ হলেন মো. সাইম মোল্লা, মো. জুবায়ের ইসলাম, মো. আবু রায়হান ব্যাপারী ও মো. আবু রায়হান মল্লিক।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আব্দুল সাত্তার বলেন, ‘সাড়ে ছয় বছরের যাত্রায় আমাদের মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ৮১ জন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়েছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’
সংবর্ধনা পাওয়া হাফেজ মো. আবু রায়হান ব্যাপারী বলেন, ‘মা-বাবা ও শিক্ষকদের উৎসাহে আজ আমি হাফেজ হতে পেরেছি। মাদ্রাসা থেকে সংবর্ধনা পেয়ে আমরা খুব আনন্দিত। দোয়া করবেন যেন বড় আলেম হতে পারি।’
হাফেজ আবু রায়হানের বাবা মো. বাবুল ব্যাপারী বলেন, ‘হাফেজরা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। আজ আমার ছেলে হাফেজ হওয়ায় আমি গর্বিত। কোরআনের হাফেজদের জন্য সমাজে আলাদা সম্মান থাকা উচিত।’

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৫ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৫ মিনিট আগে