শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত। দিনরাত বালু উত্তোলনের ফলে চরটি ভাঙনের মুখে পড়েছে। এ ছাড়া সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে কাঁচিকাটা চরকে বালুমহাল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।
বালুমহাল ঘোষণার প্রতিবাদ এবং বালু উত্তোলন বন্ধ ও কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার পদ্মার পাড়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক পয়েন্টে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।
চরের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও কাজকর্ম বন্ধ রেখে প্রায় ১০ হাজার বাসিন্দা ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। তাঁরা ‘বানের জলে ডুবি-ভাসি, শুনেছ কি আর্তনাদ? বেঁচে থাকার জন্য চাই টেকসই বেড়িবাঁধ’, ‘দাবি মোদের একটাই, স্থায়ী বেড়িবাঁধ চাই’, ‘রক্ত লাগলে রক্ত দেব, বালুখেকোদের কবর দেব’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন শেষে পদ্মার পাড়ে সংবাদ সম্মেলন করেন চরের বাসিন্দারা। এ সময় কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এ হামিদ সরদার বলেন, ‘বালুখেকোদের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কাঁচিকাটা চরটি আজ হুমকির মুখে পড়েছে। পদ্মার ভাঙনে চরের বাসিন্দাদের বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। তার ওপর আবার প্রশাসনের পক্ষ থেকে কাঁচিকাটা চরকে বালুমহাল ঘোষণার পাঁয়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি, কাঁচিকাটাকে বালুমহাল ঘোষণার পাঁয়তারা বন্ধ, পদ্মা নদী থেকে বৈধ বা অবৈধ হোক, সব প্রকার বালু উত্তোলন বন্ধ এবং কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত। দিনরাত বালু উত্তোলনের ফলে চরটি ভাঙনের মুখে পড়েছে। এ ছাড়া সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে কাঁচিকাটা চরকে বালুমহাল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।
বালুমহাল ঘোষণার প্রতিবাদ এবং বালু উত্তোলন বন্ধ ও কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার পদ্মার পাড়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে একাধিক পয়েন্টে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।
চরের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও কাজকর্ম বন্ধ রেখে প্রায় ১০ হাজার বাসিন্দা ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। তাঁরা ‘বানের জলে ডুবি-ভাসি, শুনেছ কি আর্তনাদ? বেঁচে থাকার জন্য চাই টেকসই বেড়িবাঁধ’, ‘দাবি মোদের একটাই, স্থায়ী বেড়িবাঁধ চাই’, ‘রক্ত লাগলে রক্ত দেব, বালুখেকোদের কবর দেব’সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন শেষে পদ্মার পাড়ে সংবাদ সম্মেলন করেন চরের বাসিন্দারা। এ সময় কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এ হামিদ সরদার বলেন, ‘বালুখেকোদের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কাঁচিকাটা চরটি আজ হুমকির মুখে পড়েছে। পদ্মার ভাঙনে চরের বাসিন্দাদের বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। তার ওপর আবার প্রশাসনের পক্ষ থেকে কাঁচিকাটা চরকে বালুমহাল ঘোষণার পাঁয়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি, কাঁচিকাটাকে বালুমহাল ঘোষণার পাঁয়তারা বন্ধ, পদ্মা নদী থেকে বৈধ বা অবৈধ হোক, সব প্রকার বালু উত্তোলন বন্ধ এবং কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীর রক্ষায় টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৬ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে