তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

দুই কিলোমিটার কাঁচা রাস্তা। শুকনো মৌসুমে ধুলোবালু আর বর্ষায় কর্দমাক্ত। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন বেহাল রাস্তাটি। ক্ষোভে প্রতিবাদ জানিয়ে এই রাস্তায় ধানের চারা লাগিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছির বাসিন্দারা। দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি দেখা গেছে।
স্থানীয়রা জানান, কলাগাছি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ জন্য এলাকাবাসী ১০ আগস্ট সকালে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তা বেহাল হওয়ার কারণে কৃষকেরা পণ্য বাজারজাত করতে পারেন না।
স্থানীয় বাসিন্দা তরুণ মণ্ডল বলেন, স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর পার করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও তাঁরা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাঁদা মাড়িয়েই চলাচল করতে হয় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় পাঁচ-ছয় মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়।
খেশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়ত মন্ডল মঙ্গল জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাটি এমন হয়েছে। তবে ধানের চারা লাগানো ঠিক হয়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, ‘আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই রাস্তার কাজ শুরু হবে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। ধানের চারা রোপণ করেছে আমার প্রতিপক্ষরা।’

দুই কিলোমিটার কাঁচা রাস্তা। শুকনো মৌসুমে ধুলোবালু আর বর্ষায় কর্দমাক্ত। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন বেহাল রাস্তাটি। ক্ষোভে প্রতিবাদ জানিয়ে এই রাস্তায় ধানের চারা লাগিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছির বাসিন্দারা। দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি দেখা গেছে।
স্থানীয়রা জানান, কলাগাছি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ জন্য এলাকাবাসী ১০ আগস্ট সকালে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তা বেহাল হওয়ার কারণে কৃষকেরা পণ্য বাজারজাত করতে পারেন না।
স্থানীয় বাসিন্দা তরুণ মণ্ডল বলেন, স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর পার করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও তাঁরা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাঁদা মাড়িয়েই চলাচল করতে হয় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় পাঁচ-ছয় মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়।
খেশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়ত মন্ডল মঙ্গল জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাটি এমন হয়েছে। তবে ধানের চারা লাগানো ঠিক হয়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, ‘আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই রাস্তার কাজ শুরু হবে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। ধানের চারা রোপণ করেছে আমার প্রতিপক্ষরা।’

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল।
১ মিনিট আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২৫ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩৩ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে