Ajker Patrika

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে একটি অটোরিকশা উল্টে এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫) ও তাঁর ছেলে মুস্তাকিম (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শারমিন অটোরিকশায় করে তাঁর বাবার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রাম থেকে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। অটোরিকশাটি ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে বের হয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী এক নারী ও তাঁর ছেলে নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় আটক

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

আজকের রাশিফল: বাবা-মা আজ আবদার রাখবেন, সিঙ্গেলরা দ্রুত প্রোফাইল পিক বদলান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ