সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কিশোরীকে হত্যা ও তরুণীকে ধর্ষণের পৃথক দুই মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আব্দুর রহমান (২২) জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে। রবিউল ইসলামের (৩৬) বাড়ি আশাশুনি উপজেলার মনিপুর গ্রামে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় মোছা. সানজিদা হোসেন সুজ্যোতি (১৩)। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরদিন ভোরে ওই গ্রামের বিলের মধ্যে গলায় ওড়না প্যাঁচানো ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের ঘটনার এক বছর আগে থেকে সুজ্যোতির প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে প্রেম ছিল। এ ঘটনায় সুজ্যোতির মা লাইলী পারভীন বাদী হয়ে ২৯ মার্চ কলারোয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আব্দুর রহমানকে ওই বছরের ৪ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন তাঁর বিরুদ্ধে ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দখল করেন।
এ মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান পিন্টু জানান, সুজ্যোতি হত্যা মামলার রায়ে আসামিপক্ষ খুশি নন। এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চতর আদালতে আপিল করবেন। তবে জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে আশাশুনি উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে রবিউল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ২০১০ সালের ১৩ আগস্ট আশাশুনি থানার এসআই মজিবর রহমান একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পাঁচজন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। এর আগে একই সালের ২৯ জুন তরুণীর বাবা আশাশুনি থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

সাতক্ষীরায় কিশোরীকে হত্যা ও তরুণীকে ধর্ষণের পৃথক দুই মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আব্দুর রহমান (২২) জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে। রবিউল ইসলামের (৩৬) বাড়ি আশাশুনি উপজেলার মনিপুর গ্রামে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় মোছা. সানজিদা হোসেন সুজ্যোতি (১৩)। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরদিন ভোরে ওই গ্রামের বিলের মধ্যে গলায় ওড়না প্যাঁচানো ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের ঘটনার এক বছর আগে থেকে সুজ্যোতির প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে প্রেম ছিল। এ ঘটনায় সুজ্যোতির মা লাইলী পারভীন বাদী হয়ে ২৯ মার্চ কলারোয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আব্দুর রহমানকে ওই বছরের ৪ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন তাঁর বিরুদ্ধে ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দখল করেন।
এ মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান পিন্টু জানান, সুজ্যোতি হত্যা মামলার রায়ে আসামিপক্ষ খুশি নন। এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চতর আদালতে আপিল করবেন। তবে জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে আশাশুনি উপজেলায় এক তরুণীকে ধর্ষণের দায়ে রবিউল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ২০১০ সালের ১৩ আগস্ট আশাশুনি থানার এসআই মজিবর রহমান একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পাঁচজন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। এর আগে একই সালের ২৯ জুন তরুণীর বাবা আশাশুনি থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে