পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন) সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান মিয়া বলেন, ‘রাজনৈতিক পূর্ববিরোধের জেরে গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা করে শহিদুল ইসলাম, জাহাঙ্গীর মিয়াসহ তাদের সঙ্গে থাকা লোকজন। পরে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘর ও গোয়ালঘরে পেট্রল ঢেলে আগুন দেয়। আগুনে দুটি ঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে একটি গরু মারা গেছে এবং আরও তিনটি গরু আহত। আমার বাবা জাহাঙ্গীর আলম দগ্ধ হয়ে এখনো হাসপাতালে ভর্তি আছেন।’
এ সময় ইমরান মিয়া বলেন, জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নেতৃত্বে হামলা ও আগুনের ঘটনায় জড়িত শ্রীকলা গ্রামের জাহাঙ্গীর মিয়া, হোসেন আলী ফকির, আমজাদ মিয়া, আব্দুল জোব্বার, আতাউর মিয়া, মোকাব্বর মিয়াসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজন। এ ঘটনায় প্রতিকার চেয়ে তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেও এখনো মামলা নেয়নি পুলিশ।

দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন, জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা সামছুজ্জামান একরাম, ওয়ার্ড সভাপতি শাফিউল আলম বকু, ভুক্তভোগী জাহাঙ্গীরের স্ত্রী পারুল বেগমসহ পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে। এমনকি তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতা–কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে এই সংবাদ সম্মেলন করা হয়। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন) সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান মিয়া বলেন, ‘রাজনৈতিক পূর্ববিরোধের জেরে গত ২৮ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা করে শহিদুল ইসলাম, জাহাঙ্গীর মিয়াসহ তাদের সঙ্গে থাকা লোকজন। পরে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘর ও গোয়ালঘরে পেট্রল ঢেলে আগুন দেয়। আগুনে দুটি ঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে একটি গরু মারা গেছে এবং আরও তিনটি গরু আহত। আমার বাবা জাহাঙ্গীর আলম দগ্ধ হয়ে এখনো হাসপাতালে ভর্তি আছেন।’
এ সময় ইমরান মিয়া বলেন, জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নেতৃত্বে হামলা ও আগুনের ঘটনায় জড়িত শ্রীকলা গ্রামের জাহাঙ্গীর মিয়া, হোসেন আলী ফকির, আমজাদ মিয়া, আব্দুল জোব্বার, আতাউর মিয়া, মোকাব্বর মিয়াসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজন। এ ঘটনায় প্রতিকার চেয়ে তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেও এখনো মামলা নেয়নি পুলিশ।

দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন, জামালপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা সামছুজ্জামান একরাম, ওয়ার্ড সভাপতি শাফিউল আলম বকু, ভুক্তভোগী জাহাঙ্গীরের স্ত্রী পারুল বেগমসহ পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, জামায়াত নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে। এমনকি তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে