উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির চতুর্থ দিনে কুলসুম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। এই ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বজরা ইউনিয়নের সাতালস্কর এলাকার কাশিয়ারচরে ভাসমান অবস্থায় এই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘আজ শনিবার সকালে স্থানীয়রা শিশু কুলসুমের মরদেহ করেন। সে বজরা পশ্চিমপাড়া এলাকার কয়জাল হকের মেয়ে।’
স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম, আলী হোসেন ও জয়নাল জানান, ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদীবেষ্টিত বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঝের চর এলাকায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
নৌকাডুবির পর উদ্ধার অভিযান চলার মধ্যে আজ শনিবার শিশু কুলসুমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এখনো নিখোঁজ রয়েছেন আনিছুর রহমান (২৮), রুপালী বেগম (২৩), আইরিন (৯), ইরা মনি (১০) ও শামীম (৫)। নিখোঁজদের ফিরে পেতে নদীতীরে স্বজনেরা দিন–রাত অপেক্ষা করছেন।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবস্টেশন কর্মকর্তা আব্বাস আলী বলেন, ‘নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলমান রয়েছে।’
বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক জানান, নৌকাডুবির স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাটি এলাকায় আজ শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির চতুর্থ দিনে কুলসুম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। এই ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বজরা ইউনিয়নের সাতালস্কর এলাকার কাশিয়ারচরে ভাসমান অবস্থায় এই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘আজ শনিবার সকালে স্থানীয়রা শিশু কুলসুমের মরদেহ করেন। সে বজরা পশ্চিমপাড়া এলাকার কয়জাল হকের মেয়ে।’
স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম, আলী হোসেন ও জয়নাল জানান, ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদীবেষ্টিত বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঝের চর এলাকায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
নৌকাডুবির পর উদ্ধার অভিযান চলার মধ্যে আজ শনিবার শিশু কুলসুমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এখনো নিখোঁজ রয়েছেন আনিছুর রহমান (২৮), রুপালী বেগম (২৩), আইরিন (৯), ইরা মনি (১০) ও শামীম (৫)। নিখোঁজদের ফিরে পেতে নদীতীরে স্বজনেরা দিন–রাত অপেক্ষা করছেন।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবস্টেশন কর্মকর্তা আব্বাস আলী বলেন, ‘নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলমান রয়েছে।’
বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক জানান, নৌকাডুবির স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাটি এলাকায় আজ শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে