রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভিজিএফের চাল তুলে সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে ভিজিএফের বিনা মূল্যের চাল বিতরণ কেন্দ্রে সুবিধাভোগীদের চাল বিক্রির দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটক থেকে নাম ধরে ধরে লোক ডেকে চাল বিতরণ করা হচ্ছে। অপর দিকে ইউনিয়ন পরিষদের ভেতরের মসজিদসংলগ্ন এলাকায় ডিজিটাল পাল্লা বসিয়ে ওজন করে ৩০ টাকা কেজি ধরে ফড়িয়ারা চাল কিনেছেন।
আজকের পত্রিকার এই প্রতিবেদকের সামনেই দুলাল নামে একজন ওজন করে ফড়িয়া আকতারের কাছে চাল বিক্রি করে দেন। চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চালগুলো মোটা, তা ছাড়া হাইব্রিড, তাই বিক্রি করে দিচ্ছি।’
একইভাবে আবু সুফিয়ান নামে আরেকজন সুবিধাভোগী চাল বিক্রি করে বস্তা ধরে দাঁড়িয়েছিলেন। তাঁর কাছে চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চাল বিক্রি করে চিনি–সেমাই কিনব। প্রতিবেদকের সামনেই অনন্ত ১০ জন সুবিধাভোগী চাল বিক্রি করেছেন।’
ফড়িয়া আকতার বলেন, ‘অনেকে এসে চাল বিক্রি করে দিচ্ছে, তাই আমরাও কিনছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ বস্তা চাল কিনেছি। কেনা চালের পরিমাণ হবে প্রায় ১ হাজার ৫০০ কেজি।’
উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নে ২ হাজার সুবিধাভোগীর মাঝে বিনা মূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদেই চাল বিক্রির বিষয়ে জানতে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতির মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি সাড়া দেননি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘চাল তো বিক্রি করার জন্য দেওয়া হয়নি। বিষয়টি দেখছি।’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভিজিএফের চাল তুলে সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে ভিজিএফের বিনা মূল্যের চাল বিতরণ কেন্দ্রে সুবিধাভোগীদের চাল বিক্রির দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটক থেকে নাম ধরে ধরে লোক ডেকে চাল বিতরণ করা হচ্ছে। অপর দিকে ইউনিয়ন পরিষদের ভেতরের মসজিদসংলগ্ন এলাকায় ডিজিটাল পাল্লা বসিয়ে ওজন করে ৩০ টাকা কেজি ধরে ফড়িয়ারা চাল কিনেছেন।
আজকের পত্রিকার এই প্রতিবেদকের সামনেই দুলাল নামে একজন ওজন করে ফড়িয়া আকতারের কাছে চাল বিক্রি করে দেন। চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চালগুলো মোটা, তা ছাড়া হাইব্রিড, তাই বিক্রি করে দিচ্ছি।’
একইভাবে আবু সুফিয়ান নামে আরেকজন সুবিধাভোগী চাল বিক্রি করে বস্তা ধরে দাঁড়িয়েছিলেন। তাঁর কাছে চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চাল বিক্রি করে চিনি–সেমাই কিনব। প্রতিবেদকের সামনেই অনন্ত ১০ জন সুবিধাভোগী চাল বিক্রি করেছেন।’
ফড়িয়া আকতার বলেন, ‘অনেকে এসে চাল বিক্রি করে দিচ্ছে, তাই আমরাও কিনছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ বস্তা চাল কিনেছি। কেনা চালের পরিমাণ হবে প্রায় ১ হাজার ৫০০ কেজি।’
উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নে ২ হাজার সুবিধাভোগীর মাঝে বিনা মূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদেই চাল বিক্রির বিষয়ে জানতে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতির মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি সাড়া দেননি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘চাল তো বিক্রি করার জন্য দেওয়া হয়নি। বিষয়টি দেখছি।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে