Ajker Patrika

রাণীশংকৈলে ভিজিএফের চাল বিক্রি করে দিচ্ছেন সুবিধাভোগীরা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৯: ১৪
রাণীশংকৈলে ভিজিএফের চাল বিক্রি করে দিচ্ছেন সুবিধাভোগীরা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভিজিএফের চাল তুলে সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে ভিজিএফের বিনা মূল্যের চাল বিতরণ কেন্দ্রে সুবিধাভোগীদের চাল বিক্রির দৃশ্য দেখা গেছে। 

সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটক থেকে নাম ধরে ধরে লোক ডেকে চাল বিতরণ করা হচ্ছে। অপর দিকে ইউনিয়ন পরিষদের ভেতরের মসজিদসংলগ্ন এলাকায় ডিজিটাল পাল্লা বসিয়ে ওজন করে ৩০ টাকা কেজি ধরে ফড়িয়ারা চাল কিনেছেন। 

আজকের পত্রিকার এই প্রতিবেদকের সামনেই দুলাল নামে একজন ওজন করে ফড়িয়া আকতারের কাছে চাল বিক্রি করে দেন। চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চালগুলো মোটা, তা ছাড়া হাইব্রিড, তাই বিক্রি করে দিচ্ছি।’ 

একইভাবে আবু সুফিয়ান নামে আরেকজন সুবিধাভোগী চাল বিক্রি করে বস্তা ধরে দাঁড়িয়েছিলেন। তাঁর কাছে চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চাল বিক্রি করে চিনি–সেমাই কিনব। প্রতিবেদকের সামনেই অনন্ত ১০ জন সুবিধাভোগী চাল বিক্রি করেছেন।’ 

ফড়িয়া আকতার বলেন, ‘অনেকে এসে চাল বিক্রি করে দিচ্ছে, তাই আমরাও কিনছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ বস্তা চাল কিনেছি। কেনা চালের পরিমাণ হবে প্রায় ১ হাজার ৫০০ কেজি।’ 

উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নে ২ হাজার সুবিধাভোগীর মাঝে বিনা মূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদেই চাল বিক্রির বিষয়ে জানতে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতির মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি সাড়া দেননি। 

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘চাল তো বিক্রি করার জন্য দেওয়া হয়নি। বিষয়টি দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত