ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। এর কয়েক ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন।
স্থানীয়রা বলছে, বিএসএফের ওই সদস্য ভারতীয় ভূখণ্ডে কোনো কারণে ধাওয়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আটকের সময় তাঁর পরনে টি-শার্ট ও হাফ প্যান্ট ছিল।
বিজিবি সূত্র বলছে, ভারতের বিষখাওয়া-৩১ বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল সনু কুমার জেটপ সীমান্তের ১০০৭ পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাঁকে আটক করে। খবর পেয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে আসে।
পরে বিএসএফকে বিষয়টি অবগত করা হলে তারা আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। রাত সোয়া ১২টার দিকে সোনাহাট স্থলবন্দর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে আটক বিএসএফ সদস্যকে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের সোনাহাট বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
বিস্তারিত জানতে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। এর কয়েক ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন।
স্থানীয়রা বলছে, বিএসএফের ওই সদস্য ভারতীয় ভূখণ্ডে কোনো কারণে ধাওয়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আটকের সময় তাঁর পরনে টি-শার্ট ও হাফ প্যান্ট ছিল।
বিজিবি সূত্র বলছে, ভারতের বিষখাওয়া-৩১ বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল সনু কুমার জেটপ সীমান্তের ১০০৭ পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাঁকে আটক করে। খবর পেয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে আসে।
পরে বিএসএফকে বিষয়টি অবগত করা হলে তারা আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। রাত সোয়া ১২টার দিকে সোনাহাট স্থলবন্দর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে আটক বিএসএফ সদস্যকে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের সোনাহাট বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
বিস্তারিত জানতে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে