ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। এর কয়েক ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন।
স্থানীয়রা বলছে, বিএসএফের ওই সদস্য ভারতীয় ভূখণ্ডে কোনো কারণে ধাওয়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আটকের সময় তাঁর পরনে টি-শার্ট ও হাফ প্যান্ট ছিল।
বিজিবি সূত্র বলছে, ভারতের বিষখাওয়া-৩১ বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল সনু কুমার জেটপ সীমান্তের ১০০৭ পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাঁকে আটক করে। খবর পেয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে আসে।
পরে বিএসএফকে বিষয়টি অবগত করা হলে তারা আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। রাত সোয়া ১২টার দিকে সোনাহাট স্থলবন্দর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে আটক বিএসএফ সদস্যকে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের সোনাহাট বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
বিস্তারিত জানতে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। এর কয়েক ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন।
স্থানীয়রা বলছে, বিএসএফের ওই সদস্য ভারতীয় ভূখণ্ডে কোনো কারণে ধাওয়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আটকের সময় তাঁর পরনে টি-শার্ট ও হাফ প্যান্ট ছিল।
বিজিবি সূত্র বলছে, ভারতের বিষখাওয়া-৩১ বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল সনু কুমার জেটপ সীমান্তের ১০০৭ পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাঁকে আটক করে। খবর পেয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে আসে।
পরে বিএসএফকে বিষয়টি অবগত করা হলে তারা আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। রাত সোয়া ১২টার দিকে সোনাহাট স্থলবন্দর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে আটক বিএসএফ সদস্যকে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের সোনাহাট বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
বিস্তারিত জানতে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৮ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে