উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে এক ওষুধ ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উলিপুর বণিক সমিতির আয়োজনে পৌর শহরের গবা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শহরের সকল দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ ব্যবসায়ীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা না হলে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহ সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন মণ্ডল দুল, সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, কার্যকারী সমিতির সদস্য স. ম আল মামুন সবুজ প্রমুখ। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন বণিক সমিতির ক্রীড়া সম্পাদক লক্ষণ সেনগুপ্ত।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে পৌর শহরের থানা মোড়ের গিনি ফার্মেসি নামক ওষুধ দোকানের সামনে ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনের ওপর ফিল্মি কায়দায় পেছন থেকে চাপাতি দিয়ে কোপানো হয়। এতে ওই ওষুধ ব্যবসায়ী গুরুতর আহত হন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠে। ঘটনার পরদিন ওই আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ৫ দিন পেড়িয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

কুড়িগ্রামের উলিপুরে এক ওষুধ ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উলিপুর বণিক সমিতির আয়োজনে পৌর শহরের গবা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শহরের সকল দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারসহ ব্যবসায়ীদের ওপর হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ‘সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা না হলে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন—উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহ সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন মণ্ডল দুল, সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, কার্যকারী সমিতির সদস্য স. ম আল মামুন সবুজ প্রমুখ। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন বণিক সমিতির ক্রীড়া সম্পাদক লক্ষণ সেনগুপ্ত।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে পৌর শহরের থানা মোড়ের গিনি ফার্মেসি নামক ওষুধ দোকানের সামনে ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনের ওপর ফিল্মি কায়দায় পেছন থেকে চাপাতি দিয়ে কোপানো হয়। এতে ওই ওষুধ ব্যবসায়ী গুরুতর আহত হন। বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠে। ঘটনার পরদিন ওই আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ৫ দিন পেড়িয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে