
খুলনাগামী আন্তনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের এক যাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ওই ট্রেনের দায়িত্বরত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (ট্রাভেলস টিকিট এক্সামিনার—টিটিই) বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই যাত্রী সৈয়দপুর রেলওয়ে থানায় টিটিই রায়হান কবিরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই যাত্রীর নাম মোহাম্মদ ফজলে রাব্বী। তিনি আরআরপি অ্যাগ্রো ফার্মের নীলফামারীর সৈয়দপুর অফিসের প্রোডাকশন অফিসার। রাব্বী দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী জানান, অফিসের কাজে গতকাল বুধবার সকাল ১০টার দিকে পার্বতীপুর স্টেশন থেকে তিনি ফুলবাড়ী যাচ্ছিলেন। স্টেশনে পৌঁছামাত্রই ট্রেন এসে পড়ায় ভেতরে দ্রুত উঠে পড়েন। ভেতরে টিকিট কেটে নেওয়ার সময় টিটিই রায়হান কবির তাঁর কাছে অতিরিক্ত ভাড়া চান। টিটিই পার্বতীপুর থেকে ফুলবাড়ী স্টেশনের ভাড়া হিসেবে ২০০ টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে রাব্বীকে টিটিই রায়হান টেনেহিঁচড়ে এসি বগির ফাঁকা কেবিনে নিয়ে চড়থাপ্পড় ও লাথি মারেন। শারীরিক নির্যাতনের একপর্যায়ে ওই যাত্রীকে গন্তব্য স্টেশনে নামতে দেননি টিটিই রায়হান। পুলিশের ভয়ভীতি দেখিয়ে তিনি পার্বতীপুর-ফুলবাড়ী পর্যন্ত ১০০ টাকা বাড়তি ভাড়া আদায় করেন।
বিষয়টি নজরে আসে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ সদস্যদের। তাঁরা এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং রেলওয়ে থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন—এমন পরামর্শ দিয়ে পরবর্তী স্টেশন বিরামপুরে নামিয়ে দেন।
সৈয়দপুর রেলওয়ে থানায় কথা হয় ভুক্তভোগী ফজলে রাব্বীর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টিটিই রায়হান ফাঁকা কেবিনে ঢুকিয়ে নির্মমভাবে আমাকে মেরেছে। ৫০ টাকার ভাড়ার স্থলে ২০০ টাকা কেন? এ প্রশ্ন করায় লাথি মেরেছেন তিনি।’ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারিতে এমএস করা ফজলে রাব্বী আরও জানান, ‘গন্তব্য স্টেশনে যখন ট্রেনটি দাঁড়ায়, তখন নামতে চাইলে টিটিই নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।’
ট্রেনে দায়িত্বরত সৈয়দপুর রেলওয়ে থানার অ্যাসিস্ট্য ন্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) বলেন, ‘যাত্রীদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত এসি বগির ওই কেবিন থেকে নির্যাতনের শিকার যাত্রীকে উদ্ধার করি। বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে রাব্বী নামের যাত্রীকে ট্রেনের পরবর্তী স্টপেজ বিরামপুর স্টেশনে নামিয়ে দিই।’
এ বিষয়ে কথা হয় সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবীর সঙ্গে। তিনি জানান, রূপসা ট্রেনের ওই যাত্রী আজ দুপুরের পর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ঘটনাটি পার্বতীপুর রেলওয়ে থানার আওতায় হওয়ায় তাঁকে সংশ্লিষ্ট থানায় এজাহার করার জন্য পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিটিই রায়হান কবির বলেন, গতকাল রূপসা এক্সপ্রেস ট্রেনে কোনো যাত্রীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেনি। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৬ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৮ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২৩ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৪০ মিনিট আগে