কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীর বাসিন্দা চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আরেক অভিযুক্ত কদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (নাগেশ্বরী আমলি আদালত) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কদুর। আদালতের বিচারক আয়েশা সিদ্দিকা আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জিআরও সাজ্জাদ জানান, রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় কদুর রহমান এজাহারভুক্ত দুই নম্বর আসামি। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে কোর্ট ওয়ারেন্টের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর হামলা করেন ওই গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম। পূর্ব শত্রুতার জেরে হওয়া ওই হামলায় পিঠে ও ঘাড়ে আঘাত পেয়ে ওই দিনই নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রাধাপদ।
পরে কবির ছেলে যুগল রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ও তাঁর বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। পরে গত ৪ অক্টোবর মূল অভিযুক্ত রফিকুল ইসলাম জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রফিকুল কবি রাধাপদকে ধাক্কা দিলে উভয়ের ধস্তাধস্তিতে রাস্তার পাশে থাকা শামুকের স্তূপে পড়ে আঘাত পান কবি। সেসময় সেখানে স্থানীয় কয়েক যুবক উপস্থিত ছিলেন। তবে সেখানে রফিকুলের বড় ভাই কদুর রহমান উপস্থিত ছিলেন না।
কদুরের আইনজীবী লাল মিয়া লিটু বলেন, ‘আমরা জামিন চেয়ে আবেদন করেছি। রাষ্ট্রপক্ষ মামলাকে চাঞ্চল্যকর দাবি করে বিরোধিতা করেছে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

কুড়িগ্রামের নাগেশ্বরীর বাসিন্দা চারণকবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আরেক অভিযুক্ত কদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (নাগেশ্বরী আমলি আদালত) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কদুর। আদালতের বিচারক আয়েশা সিদ্দিকা আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জিআরও সাজ্জাদ জানান, রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় কদুর রহমান এজাহারভুক্ত দুই নম্বর আসামি। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে কোর্ট ওয়ারেন্টের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের ডুবুরির ব্রিজের কাছে কবির ওপর হামলা করেন ওই গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম। পূর্ব শত্রুতার জেরে হওয়া ওই হামলায় পিঠে ও ঘাড়ে আঘাত পেয়ে ওই দিনই নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রাধাপদ।
পরে কবির ছেলে যুগল রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ও তাঁর বড় ভাই কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেন। পরে গত ৪ অক্টোবর মূল অভিযুক্ত রফিকুল ইসলাম জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রফিকুল কবি রাধাপদকে ধাক্কা দিলে উভয়ের ধস্তাধস্তিতে রাস্তার পাশে থাকা শামুকের স্তূপে পড়ে আঘাত পান কবি। সেসময় সেখানে স্থানীয় কয়েক যুবক উপস্থিত ছিলেন। তবে সেখানে রফিকুলের বড় ভাই কদুর রহমান উপস্থিত ছিলেন না।
কদুরের আইনজীবী লাল মিয়া লিটু বলেন, ‘আমরা জামিন চেয়ে আবেদন করেছি। রাষ্ট্রপক্ষ মামলাকে চাঞ্চল্যকর দাবি করে বিরোধিতা করেছে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
৩৩ মিনিট আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
৩৬ মিনিট আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
২ ঘণ্টা আগে