Ajker Patrika

হাতীবান্ধায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, কার্যালয়ে তালা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ২১: ৫১
হাতীবান্ধায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, কার্যালয়ে তালা

লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতায় বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বড়খাতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বকুল হোসেন (৪৫), নুরুজ্জামান (৩৫), আব্দুস সালাম (৩২), আবু বক্কর (৩০) ও আহসান হাবিব (৩৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বড়খাতা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হুমায়ুন কবির আসেন। তিনি কেন সেখানে এসেছেন এ নিয়ে বড়খাতা ইউনিয়ন বিএনপির সদস্য বকুল হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বড়খাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনারুল ইসলাম দলবল নিয়ে অস্থায়ী বিএনপির কার্যালয়ের সামনে যান।

এ সময় হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইয়ের লোকজনের সঙ্গে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির কার্যালয় ভাঙচুর ও তালা দেওয়া হয়। এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হন।

আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় গুরুতর আহত বকুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। 

হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দকে অবগত করেছি।’

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান বলেন, ‘সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। তাই বলে আনারুল হকের লোকজন বিএনপির কার্যালয় ভাঙচুর, অফিসে তালা ঝুলানো ও নেতা–কর্মীকে মারধর করতে পারে না।’

এ বিষয় জানতে বিএনপি নেতা আনারুল ইসলামের মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁকে পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত