দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর থেকে তৃতীয় দিনের মতো সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমানকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করছেন বাসের মালিক ও শ্রমিকেরা। এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য দেন মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আফসার আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবু প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ফয়জার রহমানকে হামলার ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আন্তজেলা তথা উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। রহিম শেখ নামের এক যাত্রী বলেন, ‘সৈয়দপুরে যাওয়ার জন্য এসে দেখি বাস বন্ধ। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হচ্ছে।’
বুলবুলি বেগম নামে আরেক যাত্রী বলেন, ‘বৃদ্ধ মাকে ডাক্তার দেখাতে রংপুরে যাব। এসে দেখছি বাস বন্ধ। এখন অটোরিকশায় যেতে হবে। বাস বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে অনেক অটোরিকশাচালকও ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ামাত্রই মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুরের পার্বতীপুর থেকে তৃতীয় দিনের মতো সব রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জার রহমানকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখে প্রতিবাদ করছেন বাসের মালিক ও শ্রমিকেরা। এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় বাসটার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
এ সময় বক্তব্য দেন মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আফসার আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবু প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ফয়জার রহমানকে হামলার ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আন্তজেলা তথা উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। রহিম শেখ নামের এক যাত্রী বলেন, ‘সৈয়দপুরে যাওয়ার জন্য এসে দেখি বাস বন্ধ। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অটোরিকশায় যেতে হচ্ছে।’
বুলবুলি বেগম নামে আরেক যাত্রী বলেন, ‘বৃদ্ধ মাকে ডাক্তার দেখাতে রংপুরে যাব। এসে দেখছি বাস বন্ধ। এখন অটোরিকশায় যেতে হবে। বাস বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে অনেক অটোরিকশাচালকও ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ামাত্রই মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৩৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে