
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর মেয়ে জেসমিন আক্তার (২৫), নগরীর খটখটিয়া দোলাপাড়ার মোহসীন আলীর মেয়ে জেসমিন বেগম (৩৫), ধাপ হাজীপাড়ার হাসেন আলীর ছেলে আতাউর রহমান আতা (২৮), নীলফামারীর দরবেশপাড়ার মতিয়ার রহমানের মেয়ে রুনা আক্তার (৩৫), মিঠাপুকুরের পশ্চিম বড় বালা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৬) ও গঙ্গাচড়ার খানাটারির নুর ইসলামের ছেলে শাকির হোসেন।
এঁদের মধ্যে জেসমিন আক্তার ও জেসমিন বেগমকে ১৫ দিনের, শাকির হোসেনকে তিন মাস, আতাউর রহমান আতাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হাফিজুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও রুনা আক্তারের ৫০ হাজার টাকার মুচলেকা বন্ডের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে কোনো দালালের ঠাঁই নেই। সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে খেয়াল রাখছি।’
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এবং চিকিৎসাসেবাকে নির্বিঘ্নে করার জন্য এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান কর হয়।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উৎপল কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিপূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল মুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছিল। পুনরায় সেই অভিযান শুরু করা হয়েছে। মানুষ যাতে হাসপাতালে এসে নির্বিঘ্নে সেবা নিতে পারেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’
এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বকশিশ সিন্ডিকেটের ১৬ কর্মচারীকে এ হাসপাতাল থেকে বদলি করা হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে