হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় মামলার ভয় দেখিয়ে ঘুষ চাওয়ার প্রতিবাদে এসআই বাবুল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ট্রাক্টরের মালিকেরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী হাজীর মোড়ে এ সংবাদ সম্মেলন হয়।
এর আগে গতকাল বুধবার লালমনিরহাট পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হাতীবান্ধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরও অনুলিপি দেওয়া হয়।
অভিযুক্ত এসআই হাতীবান্ধা থানার উপপরিদর্শক বাবুল হোসেন। আর ভুক্তভোগীরা হলেন উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী ২ নম্বর ওয়ার্ডের আমিনুর রহমান, আতোয়ার, ইয়াকুব ও মোশারফ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুর রহমান বলেন, উপজেলার তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ী। সেই ঘটনায় ৫ ফেব্রুয়ারি সিংগীমারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুলতান আলী একটি মামলা করেন। সেই মামলার চার্জশিটে আমিনুর রহমান, আতোয়ার, ইয়াকুব, মোশারফসহ কয়েকজন ভুক্তভোগীর নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তবে তাঁরা টাকা দিতে রাজি না হলে ওই মামলাসহ অন্য মামলায় জড়ানোর হুমকি দেন ওই এসআই।
এ বিষয়ে ভুক্তভোগী আমিনুর রহমান বলেন, ‘বালু উত্তোলনের ঘটনায় যে মামলাটি হয়েছে, তা সিংগীমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই এলাকার বালু ব্যবসায়ীদের নামে মামলা হয়েছে। আমরা তো বালু উত্তোলন করিনি। তাহলে ওই এসআই কেন আমাদের কাছে ৫০ হাজার টাকা চান। টাকা না দিলে মামলায় নাম জড়ানোর ভয় দেখান। আমি জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। এর প্রতিকার চাই।’
এ বিষয়ে আরেক ভুক্তভোগী আতোয়ার রহমান বলেন, ‘আমি গাড়ি চালাই গাইবান্ধার ভাটায়। তারপরও এসআই বাবুল আমাকে এই মামলায় জড়িয়েছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, ‘যাদের নামে মামলা হয়েছে, আমি তাদের খোঁজখবর নিয়েছি মাত্র। আমি এর বাইরে কারও কাছে টাকাও চাইনি, মামলার ভয়ও দেখাইনি।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের নামে মামলা হয়েছে, তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন ওই এসআই। এর বাইরে কারও কাছে কোনো প্রকার ঘুষ চাননি। আর অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি ভুক্তভোগীরা আমাকে অবগত করেছেন। আমি এ বিষয়ে খোঁজখবর নিতে বলেছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

লালমনিরহাটের হাতীবান্ধায় মামলার ভয় দেখিয়ে ঘুষ চাওয়ার প্রতিবাদে এসআই বাবুল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ট্রাক্টরের মালিকেরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী হাজীর মোড়ে এ সংবাদ সম্মেলন হয়।
এর আগে গতকাল বুধবার লালমনিরহাট পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হাতীবান্ধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরও অনুলিপি দেওয়া হয়।
অভিযুক্ত এসআই হাতীবান্ধা থানার উপপরিদর্শক বাবুল হোসেন। আর ভুক্তভোগীরা হলেন উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী ২ নম্বর ওয়ার্ডের আমিনুর রহমান, আতোয়ার, ইয়াকুব ও মোশারফ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুর রহমান বলেন, উপজেলার তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল কতিপয় বালু ব্যবসায়ী। সেই ঘটনায় ৫ ফেব্রুয়ারি সিংগীমারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুলতান আলী একটি মামলা করেন। সেই মামলার চার্জশিটে আমিনুর রহমান, আতোয়ার, ইয়াকুব, মোশারফসহ কয়েকজন ভুক্তভোগীর নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তবে তাঁরা টাকা দিতে রাজি না হলে ওই মামলাসহ অন্য মামলায় জড়ানোর হুমকি দেন ওই এসআই।
এ বিষয়ে ভুক্তভোগী আমিনুর রহমান বলেন, ‘বালু উত্তোলনের ঘটনায় যে মামলাটি হয়েছে, তা সিংগীমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই এলাকার বালু ব্যবসায়ীদের নামে মামলা হয়েছে। আমরা তো বালু উত্তোলন করিনি। তাহলে ওই এসআই কেন আমাদের কাছে ৫০ হাজার টাকা চান। টাকা না দিলে মামলায় নাম জড়ানোর ভয় দেখান। আমি জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। এর প্রতিকার চাই।’
এ বিষয়ে আরেক ভুক্তভোগী আতোয়ার রহমান বলেন, ‘আমি গাড়ি চালাই গাইবান্ধার ভাটায়। তারপরও এসআই বাবুল আমাকে এই মামলায় জড়িয়েছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, ‘যাদের নামে মামলা হয়েছে, আমি তাদের খোঁজখবর নিয়েছি মাত্র। আমি এর বাইরে কারও কাছে টাকাও চাইনি, মামলার ভয়ও দেখাইনি।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের নামে মামলা হয়েছে, তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন ওই এসআই। এর বাইরে কারও কাছে কোনো প্রকার ঘুষ চাননি। আর অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি ভুক্তভোগীরা আমাকে অবগত করেছেন। আমি এ বিষয়ে খোঁজখবর নিতে বলেছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৭ মিনিট আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার (৭ জানুয়ারি) জেলার তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি হিম বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে।
১ ঘণ্টা আগে
সেতুর মুখে সড়কের মাটি সরে বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছে শত শত যানবাহন ও পথচারী।
১ ঘণ্টা আগে
নওগাঁয় আজ বুধবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে নওগাঁর জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, ভ্যান ও রিকশাচালক, পথশিশু ও ছিন্নমূল মানুষ।
১ ঘণ্টা আগে