
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ইজিবাইকে করে কলেজে যাওয়ার পথে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের একাদশ শ্রেণির দুই কলেজছাত্রীকে উত্ত্যক্ত এবং গায়ে হাত দেওয়ার অপরাধে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ। আজ রোববার সকালে উপজেলায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক এ ঘটনায় ওই দুই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় গাছ ফেলে অবরোধ এবং ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে যান।
আটককৃত দুই যুবক হলেন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের খোরশেদ আলী ছেলে জনি হাসান (২৫) ও চাকদহ গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাজু ইসলাম (২২)।
উত্ত্যক্তের শিকার কলেজছাত্রী জানান, লাহিড়ী থেকে কলেজে যাওয়ার জন্য ইজিবাইকে উঠলে জনি হঠাৎ মাঝপথে চালককে নামিয়ে দিয়ে গাড়ি চালানো শুরু করেন। এরপর রাজু ইসলাম যাত্রী হিসেবে ওঠার পর মাঝ রাস্তায় আমার গায়ে হাত দেওয়া শুরু করেন। ইজিবাইক কলেজ গেটে পৌছালে আমার চিৎকারে সহপাঠীরা এসে দুজনকে আটক করে কলেজে নিয়ে যায়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. তৈয়বা খাতুন বলেন, ‘শিক্ষার্থীদের কলেজ যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা তৎপর। অভিযুক্ত দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শান্ত করে ক্লাসে ফেরানো হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা করছি।’
তবে, আটক দুই যুবককে কলেজ থেকে থানায় নিয়ে যাওয়ার সময় নিজেদের নির্দোষ দাবি করে জানান, শিক্ষার্থীরা তাদের ফাঁসানোর চেষ্টা করছে। তারা কোনো অপরাধ করেনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, কলেজ থেকে দুই যুবককে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অধ্যক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে