দিনাজপুর প্রতিনিধি

আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি ছিল শোভাযাত্রা।
বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র দুই বছরে আজকের পত্রিকা পাঠকের হৃদয় জয় করেছে। মানুষের দুঃখ-দুর্দশার কথা যেমন তুলে ধরেছে, ঠিক তেমনি হাসি-আনন্দের কথা, ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরছে। এতে প্রকাশিত রাজনৈতিক প্রতিবেদনগুলো মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে আগামী দিনে সহায়তা করবে।
আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সিনিয়র তথ্য কর্মকর্তা রুস্তম আলী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুবেল হোসেন, কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ, সাংবাদিক শৈশব রাজু, এমদাদুল হক মিলন, এডাবের জেলা সভাপতি মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সুলতান মাহমুদ।
এ সময় বক্তারা বলেন, সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়। আজকের পত্রিকা খুব কম সময়ের মধ্যে সমাজের খাঁটি প্রতিবিম্ব হিসেবে সারা দেশে একটি শক্তিশালী ভিত তৈরি করতে সমর্থ হয়েছে। কী শহর, কী গ্রাম; মুদিখানার দোকান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান-সবখানে পৌঁছতে সক্ষম হয়েছে। দক্ষ ও চৌকস ব্যবস্থাপনার মধ্য দিয়ে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে-এটিই তার প্রমাণ। তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমের ধরন বদলেছে, সংখ্যা বেড়েছে, তারপরও ছাপা কাগজের যে আবেদন তা ফুরিয়ে যায়নি। আজকের পত্রিকা প্রথম দিনের মতো এখনো মানুষের কথা ব্যক্ত করে যাবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি ছিল শোভাযাত্রা।
বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র দুই বছরে আজকের পত্রিকা পাঠকের হৃদয় জয় করেছে। মানুষের দুঃখ-দুর্দশার কথা যেমন তুলে ধরেছে, ঠিক তেমনি হাসি-আনন্দের কথা, ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরছে। এতে প্রকাশিত রাজনৈতিক প্রতিবেদনগুলো মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে আগামী দিনে সহায়তা করবে।
আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সিনিয়র তথ্য কর্মকর্তা রুস্তম আলী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুবেল হোসেন, কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ, সাংবাদিক শৈশব রাজু, এমদাদুল হক মিলন, এডাবের জেলা সভাপতি মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সুলতান মাহমুদ।
এ সময় বক্তারা বলেন, সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়। আজকের পত্রিকা খুব কম সময়ের মধ্যে সমাজের খাঁটি প্রতিবিম্ব হিসেবে সারা দেশে একটি শক্তিশালী ভিত তৈরি করতে সমর্থ হয়েছে। কী শহর, কী গ্রাম; মুদিখানার দোকান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান-সবখানে পৌঁছতে সক্ষম হয়েছে। দক্ষ ও চৌকস ব্যবস্থাপনার মধ্য দিয়ে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে-এটিই তার প্রমাণ। তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমের ধরন বদলেছে, সংখ্যা বেড়েছে, তারপরও ছাপা কাগজের যে আবেদন তা ফুরিয়ে যায়নি। আজকের পত্রিকা প্রথম দিনের মতো এখনো মানুষের কথা ব্যক্ত করে যাবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
২১ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বাংগরা বাজার থানা এলাকার আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর পুকুরে ভেসে উঠেছে মো. জসীম উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে জসীমের লাশ ভেসে ওঠে।
২ ঘণ্টা আগে