লালমনিরহাট জেলার ৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা। আজ রোববার রাতে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনে ৫৫ হাজার ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান পেয়েছেন ৩১ হাজার ৩৫২ ভোট।
লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে ৯৭ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫ শত ভোট।
লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকা প্রতীকে ৭৬ হাজার ৪০১ ভোট পেয়ে প্রথম বারের মত বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। তার নিকটতম প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮০৮ ভোট।
লালমনিরহাটের ৩টি আসনে মোট ভোটার ১০ লাখ ৬৩ হাজার ৭২৩ জন। যার মধ্যে পুরুষ ৫ লাখ ৩৩ হাজার ৫৮১ জন; মহিলা ৫ লাখ ৩০ হাজার ১৪০ জন। ৩টি আসনে ৩২ দশমিক ৫০ শতাংশ ভোট অর্জিত হয়েছে বলেও জানান রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৭ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৭ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে