লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার ৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা। আজ রোববার রাতে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনে ৫৫ হাজার ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান পেয়েছেন ৩১ হাজার ৩৫২ ভোট।
লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে ৯৭ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫ শত ভোট।
লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকা প্রতীকে ৭৬ হাজার ৪০১ ভোট পেয়ে প্রথম বারের মত বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। তার নিকটতম প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮০৮ ভোট।
লালমনিরহাটের ৩টি আসনে মোট ভোটার ১০ লাখ ৬৩ হাজার ৭২৩ জন। যার মধ্যে পুরুষ ৫ লাখ ৩৩ হাজার ৫৮১ জন; মহিলা ৫ লাখ ৩০ হাজার ১৪০ জন। ৩টি আসনে ৩২ দশমিক ৫০ শতাংশ ভোট অর্জিত হয়েছে বলেও জানান রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।

লালমনিরহাট জেলার ৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্ররা। আজ রোববার রাতে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা পাটগ্রাম) আসনে ৫৫ হাজার ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান পেয়েছেন ৩১ হাজার ৩৫২ ভোট।
লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে ৯৭ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল হক ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫ শত ভোট।
লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকা প্রতীকে ৭৬ হাজার ৪০১ ভোট পেয়ে প্রথম বারের মত বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। তার নিকটতম প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮০৮ ভোট।
লালমনিরহাটের ৩টি আসনে মোট ভোটার ১০ লাখ ৬৩ হাজার ৭২৩ জন। যার মধ্যে পুরুষ ৫ লাখ ৩৩ হাজার ৫৮১ জন; মহিলা ৫ লাখ ৩০ হাজার ১৪০ জন। ৩টি আসনে ৩২ দশমিক ৫০ শতাংশ ভোট অর্জিত হয়েছে বলেও জানান রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে