খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। আগামী বৃহস্পতিবার সরস্বতীপূজা অনুষ্ঠিত হবে। এই পূজা উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বাঁশ, খড় ও কাদামাটি দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি ও রংতুলির আঁচড় শেষে এখন পুরোদমে প্রতিমা বিক্রি শুরু হয়েছে। এই প্রতিমা কেনাবেচা চলবে পূজা শুরু হওয়া পর্যন্ত।
আজ মঙ্গলবার বিকেলে খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটের গ্রোয়ার্স মার্কেট এলাকায় দেখা যায়, ধর্ম দেব আর্টে অস্থায়ী প্রতিমার হাটে শেষ মুহূর্তের রং করা ও প্রতিমা তৈরি করছেন কারিগরেরা। প্রতিটি প্রতিমা আকারভেদে ৬০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাকেরহাট ছাড়াও উপজেলার কয়েকটি কুমারপাড়ায় চলছে প্রতিমা তৈরি ও বিক্রি।
পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট এলাকার প্রতিমা তৈরির কারিগর ধর্ম দেব রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিমা তৈরি উপকরণ বাঁশ, কাঠ, ছন ও রঙের দাম বেড়ে যাওয়ায় প্রতিমার দাম বেশি। এতেও প্রতিমা বিক্রির পরিমাণ কিন্তু কমেনি। এই পূজা উপলক্ষে প্রতিমা তৈরি ও বিক্রি করে বাড়তি আয় হয়।’
প্রতিমা কিনতে আসা তন্ময়ী রায় নামে এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের এবারও বাড়িতে সরস্বতীপূজা উদ্যাপন করব। তাই হাঁটে এসেছি পছন্দের প্রতিমা কিনতে। তবে গতবারের চেয়ে এবার একটু দাম বেশি। তবু বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে আমাদের আয়োজনের কমতি নেই।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই পূজা শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পালন করা হয়। তবু পূজা ও পূজারিদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে আমরা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছি।’
খানসামা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদ ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতীপূজা পালনের লক্ষ্যে থানা-পুলিশ প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সঙ্গে পূজারিদেরও নির্দেশনা দেওয়া হয়েছে, পূজা সম্পন্ন করেই যেন প্রতিমা বিসর্জন করেন তাঁরা।’

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। আগামী বৃহস্পতিবার সরস্বতীপূজা অনুষ্ঠিত হবে। এই পূজা উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বাঁশ, খড় ও কাদামাটি দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি ও রংতুলির আঁচড় শেষে এখন পুরোদমে প্রতিমা বিক্রি শুরু হয়েছে। এই প্রতিমা কেনাবেচা চলবে পূজা শুরু হওয়া পর্যন্ত।
আজ মঙ্গলবার বিকেলে খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটের গ্রোয়ার্স মার্কেট এলাকায় দেখা যায়, ধর্ম দেব আর্টে অস্থায়ী প্রতিমার হাটে শেষ মুহূর্তের রং করা ও প্রতিমা তৈরি করছেন কারিগরেরা। প্রতিটি প্রতিমা আকারভেদে ৬০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পাকেরহাট ছাড়াও উপজেলার কয়েকটি কুমারপাড়ায় চলছে প্রতিমা তৈরি ও বিক্রি।
পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট এলাকার প্রতিমা তৈরির কারিগর ধর্ম দেব রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিমা তৈরি উপকরণ বাঁশ, কাঠ, ছন ও রঙের দাম বেড়ে যাওয়ায় প্রতিমার দাম বেশি। এতেও প্রতিমা বিক্রির পরিমাণ কিন্তু কমেনি। এই পূজা উপলক্ষে প্রতিমা তৈরি ও বিক্রি করে বাড়তি আয় হয়।’
প্রতিমা কিনতে আসা তন্ময়ী রায় নামে এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের এবারও বাড়িতে সরস্বতীপূজা উদ্যাপন করব। তাই হাঁটে এসেছি পছন্দের প্রতিমা কিনতে। তবে গতবারের চেয়ে এবার একটু দাম বেশি। তবু বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে আমাদের আয়োজনের কমতি নেই।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই পূজা শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পালন করা হয়। তবু পূজা ও পূজারিদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে আমরা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছি।’
খানসামা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদ ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতীপূজা পালনের লক্ষ্যে থানা-পুলিশ প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সঙ্গে পূজারিদেরও নির্দেশনা দেওয়া হয়েছে, পূজা সম্পন্ন করেই যেন প্রতিমা বিসর্জন করেন তাঁরা।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
২২ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৩২ মিনিট আগে