বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘শুধু একটি নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার।’
আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আন্দোলনে দুই সহস্রাধিক শহীদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সরকার তাঁদের পরিবারগুলোর পাশেও দাঁড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের সংস্কার কার্যক্রমগুলো করবে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর তিন মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাব জমা দেবে, তারপর আমরা যাঁরা স্টেকহোল্ডার আছেন, তাঁদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাব।’
উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানোর কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে।
সরকারের এই উপদেষ্টা শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবন নির্মাণে গুরুত্ব আরোপের পাশাপাশি বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।
বিগত সরকারের সময় যেসব জেলায় উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প শুরু করবে অন্তর্বর্তী সরকার। যাতে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয় অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া ক্যাটাগরি পূরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্যে কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার।’
ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এবং বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় তাতে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন সজীব ভূঁইয়া। এ সময় দুওসুও এবং বড় পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য ১২০ মিটার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘শুধু একটি নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানের সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার।’
আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা বলেন।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আন্দোলনে দুই সহস্রাধিক শহীদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সরকার তাঁদের পরিবারগুলোর পাশেও দাঁড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের সংস্কার কার্যক্রমগুলো করবে। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর তিন মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাব জমা দেবে, তারপর আমরা যাঁরা স্টেকহোল্ডার আছেন, তাঁদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাব।’
উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানোর কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দূর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে।
সরকারের এই উপদেষ্টা শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবন নির্মাণে গুরুত্ব আরোপের পাশাপাশি বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।
বিগত সরকারের সময় যেসব জেলায় উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ ছাড়া কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প শুরু করবে অন্তর্বর্তী সরকার। যাতে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয় অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া ক্যাটাগরি পূরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্যে কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার।’
ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এবং বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় তাতে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন সজীব ভূঁইয়া। এ সময় দুওসুও এবং বড় পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য ১২০ মিটার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে