রংপুরের কাউনিয়া উপজেলায় ঘন কুয়াশায় কারণে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুরাগ মিয়া (১৬) নামে এক কিশোর অটোচালকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন সদ্য এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারংগপুর গ্রাম এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক তুরাগ মিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ বানুপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, হারাগাছ পৌর এলাকার দালালহাট নতুন বাজার এলাকার শিপন মিয়ার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার (১৬) ও একই পৌরসভার দালালহাট স্কুলপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে রিজু মিয়া (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) সালাম মিয়া।
এসআই বলেন, সকালে ঘন কুয়াশার কারণে হারাগাছ-রংপুর সড়কের বাঁকের এ প্রান্ত থেকে অপর প্রান্ত কিছু দেখা যায় না। আর এ কারণে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অটোচালক মারা যায় এবং আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তুরাগ সোমবার সকালে দুজন যাত্রী নিয়ে অটোরিকশায় রংপুর শহরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি উল্লেখিত এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ তিনজন আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে অটোচালক তুরাগ মারা যান।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, তুরাগ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। সে অটোরিকশাটি চালিয়ে পরিবারের বাবা মা ও ভাইবোনদের খাবার জোগান দিত। সকালে তুরাগ অটোরিকশাটি নিয়ে যাত্রী নিয়ে রংপুর যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয়। পরে দুপুরে মেডিকেলে সে মারা যায়। সড়ক দুর্ঘটনায় পরিবারটি তার একমাত্র উপার্জনক্ষম ছেলে ছেলেকে হারিয়ে ফেলল।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে