
রংপুরের পীরগঞ্জে জোড়া হত্যা মামলায় দুজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচার ফজলে খোদা মোহাম্মদ নাজিম এ রায় দেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন—আব্দুর রশিদ নান্নু ও হারুন মণ্ডল এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন আকমল হোসেন।
আদালত ও মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার তাহেরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক মণ্ডল ও তাঁর ভাতিজা সামছুল মণ্ডল গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একদিন পরেই চিকিৎসাধীন অবস্থায় চাচা ভাতিজা মৃত্যুবরণ করেন। পরে এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকের মেয়ে আরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ৬ বছর ধরে মামলার শুনানি ও ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদী ও রাষ্ট্র পক্ষের আইনজীবী।
এ দিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. আফতাব উদ্দিন বলেন, দীর্ঘ ৬ বছর ধরে মামলার শুনানি ও ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদী নিহত আব্দুর রাজ্জাকের মেয়ে আরিফা খাতুন। দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিম দণ্ডবিধি ৩০২ ও অন্যান্য ধারায় আসামি মো. হারুন মণ্ডল ও রশিদ মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং আকমল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন ও জরিমানা করেছেন।
তবে আসামি পক্ষের আইনজীবী জহুরুল আলম বলেন, ‘মামলা যেভাবে প্রমাণ করা দরকার রাষ্ট্র পক্ষের আনীত সাক্ষ্য প্রমাণে তদ্রূপ সন্দেহাতীত প্রমাণ করতে সক্ষম হয়নি। সংগত কারণে আমরা এই রায়ের প্রতি ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। আমরা এই বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আমার বিশ্বাস উচ্চ আদালতে প্রার্থী ও প্রতিজ্ঞামতে এই মামলা মোকদ্দমায় সমুনির্দশে গণ্যে খালাস পাব।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে