
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ে জড়িত থাকার ঘটনায় ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও তিন শিক্ষার্থীকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত পৃথক চিঠি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থীকে দুই সেমিস্টার ও চার শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও তিন শিক্ষার্থীকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। তাঁরা গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কয়েকজন নতুন শিক্ষার্থীকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আবাসিক ছাত্রাবাসসংলগ্ন এলাকায় হয়রানি করেন। হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেন। তদন্তে ঘটনার প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের মেসের রুমে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তাঁদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৭ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৭ মিনিট আগে