Ajker Patrika

প্রথম চাকরিতে যোগ দিতে যাওয়ার পথেই প্রাণ গেল যুবকের

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রথম চাকরিতে যোগ দিতে যাওয়ার পথেই প্রাণ গেল যুবকের

মাত্র আট মাস আগে বিয়ে করেন শাহিন আলম। এরপর থেকেই চাকরির সন্ধান করছিলেন। অবশেষে একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি হয়েছিল। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী, নতুন চাকরি পেয়ে সংসারে সুদিন ফেরার আশায় উচ্ছ্বসিত ছিলেন শাহিনের। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মধুপুর জঙ্গলবাড়ী গ্রামের সামশুল হকের ছেলে শাহিন আলম (২৩)। সকালে ঠাকুরগাঁও শহরে কোম্পানিতে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ভেঙে পড়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী।

প্রতিবেশী তারেক মনোয়ার আলাল বলেন, ‘আট মাস আগে শাহিনের বিয়ে হয়েছে। দীর্ঘদিন ধরে কাজের সন্ধান করছিল। মাত্র সাত দিন হলো ঠাকুরগাঁও শহরের একটি বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি হয়েছে। আজ সকালে মোটরসাইকেল নিয়ে যোগদান করতে যাওয়ার পথে ভেলাজান নামক স্থানে অপরদিক থেকে আসা নছিমনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সে। পরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। রংপুরে নেওয়ার পথে বিকেলে মারা যায় সে।’

শাহিনের চাচাতো ভাই আবু হায়াত নুরুন্নবী বলেন, ‘ফুপাতো বোনকে বিয়ের পর কেবল সংসার শুরু করেছিলেন শাহিন। ক’দিন পরেই বাবা হতেন। তাঁর মৃত্যুতে পুরো পরিবার মর্মাহত। স্ত্রী শাপলার কান্না থামছেই না।’

আগামী বুধবার সকাল ১০টায় শাহিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম দুর্ঘটনায় যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত