
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ক্ষমতার মসনদে কে বসবে, তা দেশের জনগণ নির্ধারণ করবে। গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৭ জানুয়ারি শুধু নৌকা বিজয়ী হবে না, স্মার্ট বাংলাদেশ বিজয়ী হবে না, তিনি ৭ জানুয়ারি গণতন্ত্রকে বিজয়ী করবেন, বাংলাদেশকে বিজয়ী করবেন।’
গতকাল শনিবার রাতে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নির্বাচনী পথসভায় সাদ্দাম হোসেন এসব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌর শহরের গবামোড়ে এই নির্বাচনী সভা হয়।
পথসভায় সাদ্দাম হোসেন কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, ‘একটি তথাকথিত বৃহৎ রাজনৈতিক দল মনে করে, আপনার-আমার ভোটের কোনো মূল্য নেই। আপনি-আমি ভোট দিলাম কি দিলাম না, তার গুরুত্ব তাদের কাছে নেই। তাদের কাছে আপনার-আমার ভোটের চেয়ে আপনার-আমার লাশ গুরুত্বপূর্ণ। এ কারণে তারা আগুন-সন্ত্রাস করছে। তাদের কাছে লাখো শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সংবিধানের গুরুত্ব নেই, তাদের কাছে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ।’
এ সময় তরুণ প্রজন্মের ভোটারদের উদ্দেশ্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন ২০০৮ সালে নির্বাচিত হন, তখন ৫০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। আজ ২০২৩ সালে বাংলাদেশে ১৩ কোটির অধিক মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ওই সময় ১০০ জনের মধ্যে ৪০ জন বিদ্যুৎ-সুবিধার আওতায় ছিল, আজ বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। ২০০৮ সালে মাথাপিছু আয় ছিল ৭২৪ মার্কিন ডলার, ভারতের মাথাপিছু আয় ছিল ৯০০ মার্কিন ডলার; আজ ২০২৩ সালে আমাদের মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার আর ভারতের মাথাপিছু আয় আমাদের চেয়ে কম।’
সাদ্দাম হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াত তাদের শেষ যে বাজেট ঘোষণা করে, তা ছিল ৬১ হাজার কোটি টাকার। আর ২০২৩ সালে শেখ হাসিনার সরকার শুধু শিক্ষা খাতে বাজেট দিচ্ছে ১ লাখ কোটি টাকা। শেখ হাসিনার কারণে বছরের প্রথম দিনে ৩ কোটি শিক্ষার্থী একযোগে নতুন বই পাচ্ছে।’ এ সময় তিনি কুড়িগ্রাম-৩ আসনে নৌকার প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবাকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুর রশীদ নোমানের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু প্রমুখ।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে