
গাইবান্ধা পলাশবাড়ীতে সরকারি খাদ্যগুদাম থেকে ১৩১ টন চাল, ৬৮ টন গমসহ ৩৪ হাজার ৯২৬টি খালি বস্তার হদিস মিলছে না। এ ঘটনায় গত মঙ্গলবার খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নাজমুল হক।
এর আগে ধান-চাল উধাওয়ের ঘটনার তদন্তে সদর সহকারী খাদ্যনিয়ন্ত্রক শাকিব রেওয়ানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্টে চাল, গম ও বস্তা উধাওয়ের বিষয়টি নিশ্চিত হন কর্তৃপক্ষ। এর পরপরই জেলা খাদ্যনিয়ন্ত্রকের নির্দেশে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আব্দুস সোবহান ও গাইবান্ধার খাদ্যপরিদর্শক আল আউয়াল।
গাইবান্ধা জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গঠিত কমিটি ৩ জুন খাদ্যনিয়ন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেন। এতে দেখা যায়, ওই গুদামে ১৩১ টন চাল, ৬৮ টন গম ও ৩৪ হাজার ৯২৬টি বস্তার হিসাব মিলছে না। ধারণা করা হচ্ছে, ওই পরিমাণ খাদ্যশস্য ও সামগ্রী তছরুপ করা হয়েছে।’
জেলা খাদ্যনিয়ন্ত্রক বলেন, ‘সম্প্রতি খাদ্য বিভাগের মহাপরিচালকের এক আদেশে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিককে স্ট্যান্ড রিলিজ করে সিলেট বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৯ মে তাঁর কর্মস্থলে যোগদানের কথা।’
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাইসুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রাপ্ত অভিযোগটি ইতিমধ্যে দুদকে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে