ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আসেন ইউসুফ আলী (৬৮)। তিনি জানান, তাঁর ছেলে একটি মামলায় কারাগারে রয়েছেন। ছেলের খোঁজ নিতে এসে তিনি সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। কারারক্ষীদের দুর্ব্যবহার সহ্যসহ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
বাবার সঙ্গে দেখা করতে আসা মো. সাজু নামের এক যুবক একই অভিযোগ করেন। তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে এসেছেন, এই অজুহাতে তাঁকে কারাগারের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কথাগুলো বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
একই সময় স্বামীকে দেখতে আসা রেখা বেগম নামের এক নারীও কান্নায় ভেঙে পড়েন। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। কিন্তু কারারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। কারণ হিসেবে তাঁরা মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানান।
রেখা বেগম বলেন, ‘এই শহরে তো আমার পরিচিত কেউ নেই। তাহলে ফোনটা রাখব কোথায়?’ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি কারারক্ষী মামুন সরকার। তিনি বলেন, ‘আমি স্যারের নির্দেশ পালন করছি।’
সদ্য কারামুক্ত সোহেল সাহা বলেন, ‘কারাগারের ভোগান্তির বর্ণনা বলে শেষ করা যাবে না। নিম্নমানের খাবার, কারারক্ষীদের দুর্ব্যবহারে সেখানে কান্না ছাড়া কোনো উপায় থাকে না।’
এ বিষয়ে কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, জেলকোড অনুযায়ী দর্শনার্থীদের মোবাইল ফোন বহন করা নিষেধ নয়, কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নিষেধ করা হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আসেন ইউসুফ আলী (৬৮)। তিনি জানান, তাঁর ছেলে একটি মামলায় কারাগারে রয়েছেন। ছেলের খোঁজ নিতে এসে তিনি সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। কারারক্ষীদের দুর্ব্যবহার সহ্যসহ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
বাবার সঙ্গে দেখা করতে আসা মো. সাজু নামের এক যুবক একই অভিযোগ করেন। তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে এসেছেন, এই অজুহাতে তাঁকে কারাগারের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কথাগুলো বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
একই সময় স্বামীকে দেখতে আসা রেখা বেগম নামের এক নারীও কান্নায় ভেঙে পড়েন। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। কিন্তু কারারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। কারণ হিসেবে তাঁরা মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানান।
রেখা বেগম বলেন, ‘এই শহরে তো আমার পরিচিত কেউ নেই। তাহলে ফোনটা রাখব কোথায়?’ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি কারারক্ষী মামুন সরকার। তিনি বলেন, ‘আমি স্যারের নির্দেশ পালন করছি।’
সদ্য কারামুক্ত সোহেল সাহা বলেন, ‘কারাগারের ভোগান্তির বর্ণনা বলে শেষ করা যাবে না। নিম্নমানের খাবার, কারারক্ষীদের দুর্ব্যবহারে সেখানে কান্না ছাড়া কোনো উপায় থাকে না।’
এ বিষয়ে কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, জেলকোড অনুযায়ী দর্শনার্থীদের মোবাইল ফোন বহন করা নিষেধ নয়, কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নিষেধ করা হচ্ছে।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৮ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৫ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৮ মিনিট আগে