
ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আসেন ইউসুফ আলী (৬৮)। তিনি জানান, তাঁর ছেলে একটি মামলায় কারাগারে রয়েছেন। ছেলের খোঁজ নিতে এসে তিনি সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। কারারক্ষীদের দুর্ব্যবহার সহ্যসহ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
বাবার সঙ্গে দেখা করতে আসা মো. সাজু নামের এক যুবক একই অভিযোগ করেন। তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে এসেছেন, এই অজুহাতে তাঁকে কারাগারের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কথাগুলো বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
একই সময় স্বামীকে দেখতে আসা রেখা বেগম নামের এক নারীও কান্নায় ভেঙে পড়েন। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। কিন্তু কারারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। কারণ হিসেবে তাঁরা মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানান।
রেখা বেগম বলেন, ‘এই শহরে তো আমার পরিচিত কেউ নেই। তাহলে ফোনটা রাখব কোথায়?’ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি কারারক্ষী মামুন সরকার। তিনি বলেন, ‘আমি স্যারের নির্দেশ পালন করছি।’
সদ্য কারামুক্ত সোহেল সাহা বলেন, ‘কারাগারের ভোগান্তির বর্ণনা বলে শেষ করা যাবে না। নিম্নমানের খাবার, কারারক্ষীদের দুর্ব্যবহারে সেখানে কান্না ছাড়া কোনো উপায় থাকে না।’
এ বিষয়ে কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, জেলকোড অনুযায়ী দর্শনার্থীদের মোবাইল ফোন বহন করা নিষেধ নয়, কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নিষেধ করা হচ্ছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৭ মিনিট আগে