নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপনের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেওয়া সেই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শহরের সাহাপাড়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে অবৈধভাবে প্রবেশ, অবস্থান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে মামলাটি করেন অভিজিৎ সর্বজ্ঞ পাপনের মা উমা সর্বজ্ঞ (৫৮)। বিচারক অভিযোগটি থানায় গ্রহণ করার নির্দেশ দেন। পরে গতকাল রোববার আদালতের নির্দেশে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার ডোমার পৌর ছাত্রলীগের সভাপতির বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেন ওই নারী। পরদিন তিনি সদর থানায় তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ভয়ভীতি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে অভিজিৎকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নারীর অভিযোগে জানা যায়, ২০১৩ সালে অভিজিৎ সর্বজ্ঞ পাপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৪ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে হিন্দুধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকে ডোমার, নীলফামারীসহ বিভিন্ন ভাড়া বাড়িতে রাখেন তাঁকে। এরই মধ্যে গত ১৩ মে দিবাগত রাতে হঠাৎ নীলফামারী শহরের মাস্টারপাড়ার ভাড়া বাসায় পাপন কিছু লোকজন নিয়ে এসে তাঁকে শারীরিক নির্যাতন ও গলাটিপে হত্যার চেষ্টা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে পাপনের মায়ের অভিযোগ গ্রহণ করে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে করাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর ডোমারে পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপনের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেওয়া সেই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শহরের সাহাপাড়ায় ছাত্রলীগ নেতার বাড়িতে অবৈধভাবে প্রবেশ, অবস্থান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে মামলাটি করেন অভিজিৎ সর্বজ্ঞ পাপনের মা উমা সর্বজ্ঞ (৫৮)। বিচারক অভিযোগটি থানায় গ্রহণ করার নির্দেশ দেন। পরে গতকাল রোববার আদালতের নির্দেশে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার ডোমার পৌর ছাত্রলীগের সভাপতির বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবিতে অবস্থান নেন ওই নারী। পরদিন তিনি সদর থানায় তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ভয়ভীতি ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে অভিজিৎকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নারীর অভিযোগে জানা যায়, ২০১৩ সালে অভিজিৎ সর্বজ্ঞ পাপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৪ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে হিন্দুধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে করেন তাঁরা। বিয়ের পর থেকে ডোমার, নীলফামারীসহ বিভিন্ন ভাড়া বাড়িতে রাখেন তাঁকে। এরই মধ্যে গত ১৩ মে দিবাগত রাতে হঠাৎ নীলফামারী শহরের মাস্টারপাড়ার ভাড়া বাসায় পাপন কিছু লোকজন নিয়ে এসে তাঁকে শারীরিক নির্যাতন ও গলাটিপে হত্যার চেষ্টা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে পাপনের মায়ের অভিযোগ গ্রহণ করে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে করাগারে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
২ ঘণ্টা আগে