রংপুর প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘খুনিদের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘চব্বিশের গণহত্যার বিচার হওয়ার আগে আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতা তা কখনো মেনে নেবে না। ৫ আগস্ট সেনাবাহিনীর প্রধান বলেছেন চব্বিশের আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা তার প্রতিফলন দেখছি না। তাঁদের বিচারের আগে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাঁদের ফেরানোর যেকোনো অপচেষ্টাকে ছাত্র-জনতা রুখে দেবে।’
শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে, তাদের যদি ফেরানোর চেষ্টা করা হয়, আমরা তা বরদাশত করব না। ছাত্রসমাজ প্রস্তুত আছে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে। যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে হত্যাকাণ্ড চালিয়েছে, সেহেতু তাদের হত্যার দায় স্বীকার করতে হবে এবং তাদের পরিপূর্ণ বিচার হতে হবে। বিচার হওয়ার আগে বাংলাদেশে তাদের ফেরানোর কোনো সুযোগ নেই।’
শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি চব্বিশের বিপ্লবের শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য পেছন থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। ফ্যাসিজমকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। তা ছাত্র-জনতা কখনো মেনে নেবে না। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
জাকের হোসেন আরও বলেন, ‘আমরা রাজপথ ছাড়ি নাই। রক্তের সঙ্গে বেইমানির কোনো সুযোগ নেই। ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে গণতন্ত্র অনুযায়ী। এখানে আওয়ামী লীগের কোনো স্থান নেই। প্রয়োজনে চব্বিশের মতো কোনো বিপ্লব করা লাগলে, জীবন দিতে হলে আমরা তার জন্য প্রস্তুত আছি। কোনো ফ্যাসিস্টকে আর সুযোগ দেওয়া হবে না।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘খুনিদের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘চব্বিশের গণহত্যার বিচার হওয়ার আগে আবারও আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতা তা কখনো মেনে নেবে না। ৫ আগস্ট সেনাবাহিনীর প্রধান বলেছেন চব্বিশের আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা তার প্রতিফলন দেখছি না। তাঁদের বিচারের আগে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাঁদের ফেরানোর যেকোনো অপচেষ্টাকে ছাত্র-জনতা রুখে দেবে।’
শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে, তাদের যদি ফেরানোর চেষ্টা করা হয়, আমরা তা বরদাশত করব না। ছাত্রসমাজ প্রস্তুত আছে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে। যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে হত্যাকাণ্ড চালিয়েছে, সেহেতু তাদের হত্যার দায় স্বীকার করতে হবে এবং তাদের পরিপূর্ণ বিচার হতে হবে। বিচার হওয়ার আগে বাংলাদেশে তাদের ফেরানোর কোনো সুযোগ নেই।’
শিক্ষার্থী জাকের হোসেন পাশা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি চব্বিশের বিপ্লবের শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য পেছন থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। ফ্যাসিজমকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। তা ছাত্র-জনতা কখনো মেনে নেবে না। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
জাকের হোসেন আরও বলেন, ‘আমরা রাজপথ ছাড়ি নাই। রক্তের সঙ্গে বেইমানির কোনো সুযোগ নেই। ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে গণতন্ত্র অনুযায়ী। এখানে আওয়ামী লীগের কোনো স্থান নেই। প্রয়োজনে চব্বিশের মতো কোনো বিপ্লব করা লাগলে, জীবন দিতে হলে আমরা তার জন্য প্রস্তুত আছি। কোনো ফ্যাসিস্টকে আর সুযোগ দেওয়া হবে না।’

আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১৪ মিনিট আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
২৬ মিনিট আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
২৯ মিনিট আগে
খুলনার শিরোমনির সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
৩২ মিনিট আগে