ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে ছাত্রলীগের হামলা ঠাকুরগাঁওয়ের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নিতে আজ সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা দিনাজপুরে যান। কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁও থেকে গাড়িবহর নিয়ে নেতা-কর্মীরা দিনাজপুরে উদ্দেশে রওনা দেন।
বেলা দেড়টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা পথরোধ করে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হামলার শিকার হন।
গাড়িবহরে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, ‘আকস্মিক এ হামলা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। হামলাটি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও থেকে আমরা ৬০ থেকে ৭০টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম।
‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদ থেকে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে আমাদের ওপর। এতে আমাদের নেতা-কর্মীদের কারও মাথা ফেটেছে, কারও কান ফেটে রক্ত বের হয় এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হেনেছে নিক্ষেপ করা পাথর। আহতদের তালিকা করা হচ্ছে।’
পয়গাম আলী বলেন, ‘আহতদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছেন পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, সদর উপজেলা বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের দুই কর্মী ও একই উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ী বিএনপির সদস্য মুকুল হোসেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন মুকুল। তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই করা হয়েছে।’
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’

বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে ছাত্রলীগের হামলা ঠাকুরগাঁওয়ের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পদযাত্রায় অংশ নিতে আজ সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা দিনাজপুরে যান। কর্মসূচিতে অংশ নিতে ঠাকুরগাঁও থেকে গাড়িবহর নিয়ে নেতা-কর্মীরা দিনাজপুরে উদ্দেশে রওনা দেন।
বেলা দেড়টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা পথরোধ করে হামলা চালান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা হামলার শিকার হন।
গাড়িবহরে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, ‘আকস্মিক এ হামলা সম্পর্কে আমাদের ধারণা ছিল না। হামলাটি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঠাকুরগাঁও থেকে আমরা ৬০ থেকে ৭০টি গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম।
‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদ থেকে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে আমাদের ওপর। এতে আমাদের নেতা-কর্মীদের কারও মাথা ফেটেছে, কারও কান ফেটে রক্ত বের হয় এবং অনেকের শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত হেনেছে নিক্ষেপ করা পাথর। আহতদের তালিকা করা হচ্ছে।’
পয়গাম আলী বলেন, ‘আহতদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি আছেন পীরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, সদর উপজেলা বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের দুই কর্মী ও একই উপজেলার মোহাম্মদপুর গিলাবাড়ী বিএনপির সদস্য মুকুল হোসেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন মুকুল। তার মাথায় ৮ থেকে ১০টি সেলাই করা হয়েছে।’
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুকুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে